• যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশে রাজি SSC, ব্রাত্যর বৈঠকে ‘আশ্বাস’ চাকরিহারা শিক্ষকদের
    প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৫
  • রমেন দাস: ২৬ হাজার চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের সঙ্গে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক সারলেন শিক্ষামন্ত্রী, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, পর্ষদ সভাপতি। চাকরিহারাদের দাবিমতো যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করতে রাজি এসএসসি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১২ সদস্যের প্রতিনিধিরা জানালেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে এসএসসির তরফে জানানো হয়েছে, যোগ্য-অযোগ্যের তালিকা তৈরির কাজ শুরু করেছে। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। তারপর আইনি পরামর্শক্রমে সোমবার, ২১ এপ্রিল তা প্রকাশ করা হতে পারে। এতে অনেকটা আশ্বস্ত কর্মহীনরা। তবে আশ্বাসই সব নয়, তাই এখনই আন্দোলনের পথ থেকে সরছেন না তাঁরা।

    শুক্রবার বিকাশ ভবনে ২ ঘণ্টা ৩৫ মিনিট ধরে শিক্ষামন্ত্রী, এসএসসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের ১২ সদস্যের প্রতিনিধি। বৈঠক শেষে বেরিয়ে তাঁরা জানান যোগ্য-অযোগ্য তালিকা নিয়ে এসএসসি-র আশ্বাসের পাশাপাশি বৈঠকে আলোচিত নানা বিষয় নিয়ে কথা বলেন। তোলেন বেশ কিছু প্রশ্নও। তার মধ্যে অন্যতম ওএমআরের মিরর ইমেজ। চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা জানান, এসএসসি জানিয়েছে যে কোনও মিরর ইমেজ নেই তাদের হাতে। তবে সিবিআইয়ের কাছে তার একটি কপি রয়েছে। তারা তদন্তের স্বার্থে তা সংরক্ষিত রেখেছেন। আইনি পরামর্শ মেনে তা প্রকাশ করা হতে পারে। সাংবাদিকদের সামনে চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের আরও বক্তব্য, এসএসসি, শিক্ষামন্ত্রীর আশ্বাস পেলেও আশ্বাসে তো চিঁড়ে ভেজে না। তাই আন্দোলনের রাস্তা থেকে এখনই সরে আসার ব্যাপার নেই।

    বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিহারা প্রতিনিধিদের সমস্ত দাবি ভালো করে শুনেছেন, জটিলতা কাটাতে কথা বলেছেন এসএসসি-র চেযারম্যানের সঙ্গেও। বৈঠক শেষে তিনিও জানালেন, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, তাই কার্যক্ষেত্রে আইনি পরামর্শ মেনেই সব করতে হবে। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য। পরপর ধেয়ে আসা প্রশ্নের উত্তরে শান্ত গলায় তিনি জানান, ”শিক্ষকদের মৌলিক দাবির সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। আইনি প্রক্রিয়া যদি ইতিবাচক হয় তবে এসএসসি যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে। ২১ এপ্রিলের মধ্যে তা হতে পারে। ২২ লক্ষ মিরর ইমেজ প্রকাশের দাবি করা হয়েছে। সিবিআইয়ের কাছে সেগুলি আছে। প্রকাশ করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে। তাই আইনি সহযোগিতা ছাড়া কিছু করা যাবে না।”
  • Link to this news (প্রতিদিন)