শীত, গ্রীষ্ম, বর্ষা, ‘আমাদের আইপ্যাক’ই ভরসা! নববর্ষে তৃণমূলের বড় কর্মসূচি
হিন্দুস্তান টাইমস | ১২ এপ্রিল ২০২৫
আইপ্যাক,আইপ্যাক আর আইপ্যাক। তৃণমূলের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে থাকছে আইপ্যাক। বছর গড়ালেই বিধানসভা ভোট। আর সেই ভোটেও তৃণমূলের একটা বড় অংশ জুড়ে থাকছে আইপ্যাক। নানা সময় কখনও নাম করে, কখনও আবার নাম না করে আইপ্যাক নিয়ে নানা খোঁচা দিতেন তৃণমূলের একাধিক নেতা। তবে পরে ভুল বুঝে অবস্থান থেকে সরে আসেন তাঁরা। এখন তৃণমূলের অন্তর জুড়ে যে আইপ্যাকই থাকছে সেটা ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে।
তবে এখানে একাধিক প্রশ্ন উঠছে। তবে কি দলের নেতাদের উপর ভরসা করতে পারছে না তৃণমূলের শীর্ষ মহল? মা মাটি মানুষ যে দলের স্লোগান তারাও ভরসা রাখছে কর্পোরেট স্টাইলের উপরেও?
বাংলা নতুন বছরের একেবারে প্রথম থেকে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি নিচ্ছে তৃণমূল। আর সেই কর্মসূচিতে পুরোপুরিভাবে জড়িয়ে থাকবে আইপ্যাক। সূত্রের খবর এমনটাই। এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে তৃণমূলের ভোটার তালিকা সংশোধনের কাজ। আর সেই কাজ চলবে একেবারে বছরভর। আর তার প্রতিটি পদক্ষেপেই থাকবে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক।
তবে তৃণমূল সুপ্রিমো একটা সময় বলেছিলেন, কোনও প্যাক ফ্যাক চলবে না। তখন অনেকেই ধারনা করেছিলেন আইপ্যাক নিয়ে একেবারে সন্তুষ্ট নন নেত্রী। এসবের মধ্য়েই আইপ্যাক নিয়ে দলের অবস্থান ঠিক কেমন সেটা নিয়ে কিছুটা বিভ্রান্তই ছিলেন দলের নেতা নেত্রীরা। নানা সময় নানা মন্তব্যও করতেন দলের একাংশ। তবে শেষ পর্যন্ত অবশ্য় দেখা যাচ্ছে দল এখনও আইপ্যাক নির্ভরই।
সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের জন্য় একটা আলাদা অ্যাপ তৈরি করছে তৃণমূল। আর সেই কাজের জন্য যাদের ভূমিকা সবার আগে তা অবশ্য়ই আইপ্যাক। গত ফেব্রুয়ারিতে নেতাজি ইন্ডোরের সভা থেকেও মমতা বলেছিলেন আইপ্যাক নিয়ে কোনও আজেবাজে কথা বলা যাবে না।
সেই সময় তিনি বলেছিলেন, ‘এখানে আমাদের সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশনের সভাপতিরা রয়েছেন। আমাদের আইপ্যাকও রয়েছে। আইপ্যাককে যা খুশি বলা যাবে না। এই আইপ্যাক সেই আইপ্যাক নয়। পিকে বিহারে আলাদা দল বানিয়েছে।’
সেক্ষেত্রে বছর ঘুরলেই বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটেও কি এবার মাঠে নামবে আইপ্যাক? ইতিবাচক ইঙ্গিত মিলছে তৃণমূলের অন্দরে।
সূত্রের খবর, এবারের ভোটেও তৃণমূলের অন্যতম বড় ভরসা যে আইপ্যাক এটা নিয়েও ইঙ্গিত মিলছে এবার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আসল ভোটারদের চিহ্নিত করতে ও ভূতুরে ভোটারদের ধরতে অ্য়াপ তৈরি করা হচ্ছে। তৃণমূলের উদ্যোগে তৈরি হচ্ছে এই অ্যাপ। তাতে ভোটারদের নানা তথ্য় যাচাইয়ের ব্যবস্থা থাকছে। যারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন তাদের অন্য়তম বড় ভরসা হল । এমনকী এই সমস্ত খুঁটি নাটি বিষয় নিয়ে যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের মধ্য়ে অন্য়তম হলেন আইপ্যাকের কর্মীরা।