• হাতে খেলনা বন্দুক! কলকাতায় ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা কেন্দ্রীয় সরকারি কর্মীর
    হিন্দুস্তান টাইমস | ১২ এপ্রিল ২০২৫
  • সার্ভে পার্ক থানা এলাকায় সন্তোষপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা। সেখানেই ডাকাতির চেষ্টা। আচমকাই এক যুবক ঢুকে পড়েছিল ব্যাঙ্কে। হাতে তার বন্দুক। একেবারে ব্যাঙ্কের কর্মীর মাথায় বন্দুক ঠেকায় সে। এদিকে সেই সময় পেছন থেকে এক গ্রাহক ওই যুবককে একেবারে জাপটে ধরে ফেলে। অন্যান্যরাও ঝাঁপিয়ে পড়ে তার উপর। একেবারে তুমুল শোরগোল।

    ওই যুবক গ্রাহকদেরও ভয় দেখাচ্ছিলেন। টাকা দিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছিলেন। এরপরই এক গ্রাহক তাকে ধরে ফেলে পেছন থেকে। এদিকে সূত্রের খবর, অফিস যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক। এরপরই সোজা ব্যাঙ্কে এসেছিলেন নাকি অন্য় কোথাও গিয়েছিলেন তা পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু কেন এভাবে ডাকাতির ছক কষলেন তা ভাবাচ্ছে পুলিশকেও।

    এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বন্দুকটি ভালো করে পরীক্ষা করে। এরপর বোঝা যায়। সেই বন্দুকটি আসল নয়। সেটা নকল বন্দুক। খেলনা বন্দুক। সেই খেলনা বন্দুক নিয়েই ডাকাতি করতে এসেছিল যুবক। ধরা পড়ে গেল। ধৃতের নাম ডালিম বোস।

    এখানেই শেষ নয়। সূত্রের খবর ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই যুবক দমদমের ডাক বিভাগের কর্মী। কিন্তু ডাক বিভাগে কাজ করেও কেন তিনি ডাকাতির ছক কষেছিলেন তা পরিষ্কার নয়। সে সন্তোষপুর সাউথে থাকত বলে খবর। পুলিশ তার সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।

    তবে সূত্রের খবর, ওই ব্যক্তির বেশ কিছুটা ঋণ হয়ে গিয়েছে। আর সেই ঋণ থেকে রক্ষা পেতে বেশ কিছু টাকা আয় করার জন্য় তিনি ডাকাতির ছক কষেছিলেন কি না তা পুলিশ খতিয়ে দেখছে। তার পকেট থেকে একটি ছুরিও পাওয়া গিয়েছে। সম্প্রতি তিনি একটি ফ্ল্যাট কিনেছিলেন। বাইকেরও লোন রয়েছে। স্ত্রী গর্ভবতী। সব বেশ চিন্তায় ছিলেন। এরপরই দুপুর ৩টে নাগাদ ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা। কিন্তু ভেস্তে গেল সবটা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)