• যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করতে পারে SSC,ব্রাত্যর মিটিং শেষ! কী বললেন চাকরিহারা?
    হিন্দুস্তান টাইমস | ১২ এপ্রিল ২০২৫
  • শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন আন্দোলনকারী শিক্ষকরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক। বৈঠক শেষে কী বললেন আন্দোলনকারী শিক্ষকরা?

    আন্দোলনকারী এক শিক্ষক বলেন, আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে।

    ‘আমরা যোগ্য ও অযোগ্য়দের তালিকা প্রকাশ করার কথা বলেছি। তারা বলেছেন পরের রবিবারের মধ্যে যোগ্য ও অযোগ্য তালিকা তৈরি করবেন। সোমবার সেটা পাবলিশ করবে বলে জানিয়েছেন। তবে সেটা আইনি পরামর্শের মাধ্যমে পাবলিশ করবেন। ২২ লাখ ওএমআর পাবলিশ করার কথা বলেছি। তারা বলেছেন আইনি পরামর্শ নেবেন। সমস্যা না থাকলে সেটা পাবলিশ করবেন।’

    অপর এক চাকরিহারা শিক্ষক বলেন, ‘মিরর ইমেজটা নেই। সিবিআই যেটা দিয়েছে সেটা পাবলিশ করতে পারে এসএসসি।’ এমনটাই জানানো হয়েছে মিটিংয়ে। দাবি চাকরিহারা শিক্ষকদের।

    রিভিউতে কী ধরনের পদক্ষেপ হবে সেটা আমাদের সঙ্গে আলোচনা করতে হবে। দাবি আন্দোলনকারী শিক্ষকের।

    লিগাল পথে জিতে এলে পুরোপুরি স্বস্তি পাব। আমরা এরপর কী করব সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেব। দাবি চাকরিহারাদের।

    বেতন চালু থাকবে কি না সেটা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আমরা আংশিক কিছু দাবি মেনে নেওয়া সম্ভব হচ্ছে। বলেন চাকরিহারা শিক্ষকরা।

    আগে কেন করা গেল না যোগ্য় অযোগ্যদের তালিকা?

    সেটা আমরা প্রশ্ন করেছিলাম।

    আপনারা স্কুলে যাবেন?

    সেটা আমরা সকলের সঙ্গে আলোচনা করব

    আমরা সব পয়েন্টে কথা বলেছি। কসবার ঘটনা নিয়ে বলেছি। বাঞ্চনীয় নয় বলে বলেছি। শিক্ষাজগতের উপর আঘাত হানা হয়েছে এটা ঠিক হয়নি। তারাও বিষয়টি বলছেন।

    ২১ তারিখে বা তার মধ্যে এই যোগ্য-অযোদ্য তালিকা প্রকাশ করা হতে পারে। দাবি চাকরিহারাদের। 

    অপর এক শিক্ষক বলেন, কেউ বহিরাগত ছিলেন না। নিজেকে জ্বালিয়ে দেওয়ার কথা বলছিল। শিক্ষকরা সংযত অবস্থায় রয়েছেন। আমাদের উপর পাহাড় ভেঙে পড়েছে। তারপরেও আমরা সংযত। আমাদের আন্দোলন স্থগিত থাকবে না।বলা হয়েছে সোমবার লিগাল আলোচনা করে প্রকাশ করবে। আমরা রাস্তাতেই আছি। রাস্তাতেই থাকব। যতদিন না সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ পাই ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকব। এসএসসি বলছে মিরর ইমেজ নেই। তবে যোগ্যদের তালিকা করা সম্ভব। আইনি পরামর্শ নিয়ে আপলোড করবেন তারা।

    ওএমআর নষ্ট করা হয়েছে বলছে, তারপর কীভাবে প্রকাশ করবে?

    সেটা তো হার্ড কপি। সফট কপি প্রকাশ করবে। বলেন এক আন্দোলনকারী শিক্ষক।

    আন্দোলনকারী এক শিক্ষক বলেন, সিবিআই এসএসসির কাছে মিরর ইমেজ জমা দিয়েছে। সেটা প্রকাশ করবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)