• দার্জিলিং পাহাড়ে দমকলমন্ত্রীর বৈঠক
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিং পাহাড়ের ডালি, সুখিয়াপোখরি ও সোনদায় দমকল কেন্দ্র গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার দার্জিলিং সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান দমকলমন্ত্রী সুজিত বসু। বৈঠকে মন্ত্রী ছাড়াও জেলা প্রশাসন, জিটিএ, দমকল বিভাগের অফিসাররা ছিলেন। পরে মন্ত্রী বলেন, ডালি, সুখিয়াপোখরি ও সোনদায় দমকল কেন্দ্র তৈরির প্রস্তাব এসেছে। সেগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এজন্য এলাকাগুলিতে জমির খোঁজ চলছে। তবে এখানকার অনেক হোটেল, রেস্তরাঁয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)