ছয় শিক্ষক-শিক্ষিকাকে কাজে ফেরানোর দাবি, রাস্তায় পড়ুয়ারা
বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, হলদিবাড়ি: সদ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরানোর দাবিতে শুক্রবার প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নামল পড়ুয়ারা। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের দেওয়ানগঞ্জ হাইস্কুলের(বাংলামাধ্যম) ছাত্রছাত্রীরা দেওয়ানগঞ্জ বাজারে মিছিল করে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। তারমধ্যে দেওয়ানগঞ্জ হাইস্কুলের(বাংলা মাধ্যম) ছ’জন শিক্ষক শিক্ষিকা আছেন। পড়ুয়াদের দাবি,তাঁদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরাতে হবে। তাঁরা যোগ্য কী অযোগ্য সেটা তাদের থেকে বেশি কেউ জানেন না।
এবিষয়ে দেওয়ানগঞ্জ হাইস্কুলের(বাংলা মাধ্যম) নবম শ্রেণির ছাত্রী রাসিনা আরমিন প্রামাণিক বলে, সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। তাঁদের মধ্যে আমাদের স্কুলের বিভিন্ন বিষয়ের ছ’জন শিক্ষক শিক্ষিকা আছেন। দর্শন, ইংরেজির মতো কয়েকটি বিষয়ের ক্লাস ঠিকমতো হচ্ছে না। কয়েক মাস পর মাধ্যমিক পরীক্ষা। সকলের পক্ষে প্রাইভেট টিউশনি পড়া সম্ভব নয়। তাই আমরা চাই ওই শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। আর এক ছাত্রী হেরিকা রায় বলেন,আমরা চাই দ্রুত ওই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরানো হোক। তারই দাবিতে এদিন আমাদের এই মিছিল।
স্কুলের প্রধান শিক্ষক অলককুমার বিশ্বাস বলেন, আমাদের স্কুলে ২২ জন স্থায়ী শিক্ষক ছিলেন। ছ’জনের চাকরি চলে গিয়েছে। ১৬ জনকে দিয়ে ক্লাস নিতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পার্শ্বশিক্ষকদের দিয়ে বাড়তি ক্লাস করানোর চিন্তাভাবনা চলছে। ইংরেজি, দর্শন বিষয় শিক্ষক শূন্য হয়ে গিয়েছে।