• চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আজ শিলিগুড়িতে বৈঠক
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আজ, শনিবার শিলিগুড়িতে বৈঠক। ওই বৈঠকে উপস্থিত থাকছেন খোদ রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। থাকবেন মন্ত্রী বুলুচিক বরাইক, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রকাশচিক বরাইক। চা শ্রমিকদের ন্যূনতম মজুরির পাশাপাশি আজ শিলিগুড়িতে টি অ্যাডভাইসরি কাউন্সিলেরও বৈঠক রয়েছে। ২০টি বৈঠক হয়ে গেলেও এখনও চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত না হওয়ায় বিরোধী শ্রমিক সংগঠন ও বাগান মালিকদের কাঁধে দায় চাপিয়েছেন শ্রমমন্ত্রী। শুক্রবার জলপাইগুড়িতে দলের চা বাগান শ্রমিক ইউনিয়নের কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন তিনি। সেখানেই মলয়বাবু বলেন, বিরোধী চা শ্রমিক সংগঠন ও একাংশের বাগান মালিকপক্ষ গত ২০টি বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। সেকারণে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। তবে শনিবারের বৈঠকে যাতে বিষয়টি ফয়সালা করা যায়, তার চেষ্টা হবে। যদিও রাজ্যের শ্রমমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে সিটু নিয়ন্ত্রিত চা বাগান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা মিনিমাম ওয়েজ অ্যাডভাইসরি কমিটির সদস্য জিয়াউল আলম।
  • Link to this news (বর্তমান)