• শিলিগুড়িতে গ্রিন বিল্ডিং তৈরিতে বিশেষ ছাড়ের ঘোষণা পুরসভার
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফরেস্টের পর এবার গ্রিনবিল্ডিং। শিলিগুড়ি শহরে পরিবেশ দূষণ রুখতে এমন উদ্যোগ পুরসভার। ইতিমধ্যে গ্রিনবিল্ডিং নির্মাণের প্ল্যান পাসে বিশেষ ছাড়া দেওয়ার ঘোষণা করেছে। পাশাপাশি শহরের ফাঁকা জায়গায় আরও গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। শুক্রবার বনদপ্তরের সঙ্গে বৈঠকের পর একথা জানান মেয়র গৌতম দেব। অন্যদিকে, শহরের ‘লাইফলাইন’ হিলকার্ট রোডের মহাত্মা গান্ধী মোড়ে বসবে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রোঞ্জের পূর্ণাবয়ব মূর্তি। একইসঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন, প্রফুল্ল চাকির মূর্তিও বসানো হবে বলে জানান মেয়র।

    শিলিগুড়ি পুরসভার ক্ষমতা দখলের পরই ‘গ্রিন ও ক্লিন শহর’ গড়তে উদ্যোগী হন মেয়র। ইতিমধ্যে মহানন্দা নদীর চরে বিশাল ফরেস্ট গড়ে তুলেছেন। সে ধরনের আরও কিছু ফরেস্ট গড়ার উদ্যোগ নিয়েছেন তিনি। এজন্য এদিন বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে মেয়র বলেন, বনদপ্তরের সহায়তায় সূর্যসেন পার্কের কাছে মহানন্দা নদীর চরে প্রায় ৪০০গাছ লাগানো হয়েছিল। সেগুলি বেঁচে গিয়েছে। প্রকাশনগরেও মহানন্দা নদীর ধারে লাগানো হয়েছে প্রায় ৮০০টি গাছ। সংশ্লিষ্ট এলাকাগুলি ফরেস্টের রূপ নিচ্ছে। এনিয়ে শহরের বিভিন্ন জায়গা লাগানো হয়েছে প্রায় ২হাজার গাছ। এবার আরও ব্যাপকভাবে গাছ লাগানো হবে। এজন্য শহর ও সংলগ্ন এলাকা ফাঁকা জায়গা চিহ্নিত করা হচ্ছে। আগমী জুন মাসে অরণ্য সপ্তাহ থেকে সেই অভিযান শুরু হবে।

    একই সঙ্গে গ্রিন বিল্ডিং তৈরির বার্তা দিয়েছেন মেয়র। এবার পুরসভার বাজেটেও গ্রিন বিল্ডিং তৈরি নিয়ে বিশেষ ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। পুরসভা সূত্রের খবর, এখন থেকে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে বিল্ডিং নির্মাণ করতে হবে। সঙ্গে বিল্ডিংয়ে তৈরি করতে হবে রেইনয়াটার হার্ভেস্টিং প্ল্যান। সৌরশক্তির প্ল্যান করতে হবে। ভবনের ফাঁকা জায়গায় করতে হবে বৃক্ষ রোপন। এভাবে গ্রিনবিল্ডিং তৈরির উদ্যোগ নিলে বাসিন্দারা ভবন নির্মাণের প্ল্যান ও সাইটপ্ল্যান পাশের ফিতে ছাড় পাবেন ৫শতাংশ অর্থ। মেয়র বলেন, পরিবেশবান্ধব নগরায়ণ আমাদের অঙ্গিকার। তাই গ্রিন বিল্ডিং তৈরিতে জোর দেওয়া হয়েছে। এ ব্যাপারে শহরে প্রচার অভিযান চালানো হবে। পাশাপাশি, পুরসভার বিভিন্ন ভবনে সোলারপ্যানেল বসানো হয়েছে। ফাঁকা জায়গা লাগানো হয়েছে গাছ। সবুজ শহর গড়তে অন্যান্য সরকারি ও বেসরকারি অফিসগুলিকেউ এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানাব।

    এদিনের বৈঠকে মেয়র ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আধিকারিকরা হাজির ছিলেন। সবুজায়নের পাশাপাশি শহরে বেশ কিছু জায়গায় স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি বসানোর ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে। মেয়র বলেন, মহাত্মা গান্ধী মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব ব্রোঞ্জের মূর্তি, মহাবীস্থান উড়ালপুলের কাছে দেশবন্ধু চিত্তরঞ্জনের, বাঘাযতীন পার্কে বাঘাযতীনের ফাইবার গ্লাসের মূর্তি বসানো হবে।     
  • Link to this news (বর্তমান)