• ইংলিশবাজারে ফের বিজেপি বিধায়কের নামে নিখোঁজ পোস্টার
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজার বিধানসভা জুড়ে ফের নিখোঁজ পোস্টার বিজেপি বিধায়কের নামে। শুক্রবার মালদহ জেলায় বিজেপির দুই হেভিওয়েট নেতার জোড়া কর্মসূচি ছিল। তারই মধ্যে এদিন সকাল থেকেই ইংলিশবাজার জুড়ে ফের একবার মালদহের বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্রের নিখোঁজ পোস্টার চোখে পড়ে। পোস্টারের নীচে লেখা ভারতীয় জনতা পার্টির সদস্য বৃন্দ। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এনিয়ে এদিন সন্ধ্যায় বিধায়কের প্রতিক্রিয়া জানতে তাঁকে টেলিফোন করা হলে তিনি বলেন, ছাড়ুন তো এসব ঘটনা। আমার সময় নেই এসব অবাস্তব ফালতু জিনিস নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার। তৃণমূলের মালদহ জেলার মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, বিজেপির সেই সকল কর্মী প্রাণপাত পরিশ্রম করে ওনাকে বিধায়ক বানিয়েছিলেন তারাই নিখোঁজ বলে সারা বিধানসভা ক্ষেত্র জুড়ে পোস্টার সেঁটেছে। এটা একজন বিধায়কের চরম ব্যর্থতার প্রমাণ।  
  • Link to this news (বর্তমান)