• টাকা বরাদ্দ হয়েছে এক রাস্তার, কাজ হচ্ছে অন্য রাস্তায়, প্রতিবাদে বিক্ষোভ
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় দক্ষিণ দিনাজপুর জেলার অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা থেকে অযোধ্যা পর্যন্ত ৭ কিমি রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয় ৫ কোটি ১৭ লক্ষ টাকা। সেই রাস্তা সংস্কার শুরু হয়নি। অথচ রিস্তারা মোড়ে পোস্টার লাগানো হয়েছে যে, মালঞ্চা থেকে অযোধ্যা পর্যন্ত রাস্তার সংস্কার শুরু হয়েছে। যা নজরে পড়তেই অবাক  বাসিন্দারা। তাঁদের বক্তব্য, মেরামত হওয়ার কথা এক রাস্তা। হচ্ছে অন্য রাস্তা। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে হিলি বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। খবর পেয়ে বালুরঘাট থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য অশোক কুজুর বলেন, যে রাস্তা মেরামত হওয়ার কথা, সেটা না হয়ে অন্য রাস্তার কাজ হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসনের কর্তারা ভুল স্বীকার করেছেন। আগামী ১৬ তারিখ বৈঠকে বসে বিষয়টি আলোচনা করা হবে।

    স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের ভুলের পর মালঞ্চা থেকে অযোধ্যা পর্যন্ত ৭ কিমি রাস্তার সংস্কার কী হবে? হলে তা কবে হবে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য যে রাস্তাটির কাজ হচ্ছে, তার ৩ কিমির সংস্কার কাজ শুরু হয়ে প্রায় শেষের দিকে। কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ইতিমধ্যে সেই রাস্তার  কাজের জন্য অর্থ খরচ করে ফেলেছে। এক্ষেত্রে কাজ স্থগিত রাখার নির্দেশ প্রশাসনের তরফে দেওয়া হয়েছে। তবে কি অর্ধ সমাপ্ত থাকবে রিস্তারা মোড় থেকে মালঞ্চা মোড় পর্যন্ত রাস্তার কাজ? তা নিয়েও ধন্দে বাসিন্দারা। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।

    জেলার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তাপস রায় বলেন, মালঞ্চা বাজার থেকে অযোধ্যা পর্যন্ত যে রাস্তা হওয়ার কথা তা অবশ্যই হবে। একথা আমরা গ্রামবাসীদের বুঝিয়েছি। তাঁরা বুঝেছেন। ভুল করে কীভাবে অন্য রাস্তার কাজ শুরু হল, তা দেখা হচ্ছে। আপাতত ওই রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে। ১৬ তারিখ এনিয়ে বৈঠক হবে। আশা করছি, সেদিন যাবতীয় সমস্যার সমাধান  হয়ে যাবে। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী বলেন, এই সরকার শুধু পোস্টারের সরকার। পোস্টার পড়েছে এক জায়গার, কাজ হচ্ছে আরেক জায়গায়। মালঞ্চা থেকে অযোধ্যা পর্যন্ত রাস্তাটি খুবই প্রয়োজন।  
  • Link to this news (বর্তমান)