• ফেসবুকে প্রেম, বধূর দেখা পেতে ধূপগুড়িতে এসে রাতভর লুকিয়ে শৌচাগারে, পরে জুটল উত্তমমধ্যম
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, ধূপগুড়ি: ধরা পড়ার ভয়ে সারারাত শৌচালয়ে লুকিয়ে প্রেমিক। শেষমেশ পুলিসের হাতে পাকড়াও। পর্দাফাঁস গোপন প্রেমের। লজ্জায় লাল বধূ! বুধবার গভীর রাতে এই ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে ধূপগুড়ির ডাউকিমারী এলাকায়। প্রেমিককে আটক করে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিস।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি পূর্ব ডাউকিমারী এলাকার এক গৃহবধূর সঙ্গে কোচবিহারের এক যুবকের সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। ধীরে ধীরে দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে। ক্রমে যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বধূ। বৃহস্পতিবার বধূর বাড়িতে কোনও সদস্য নেই খবর পেয়ে পূর্ব ডাউকিমারী এলাকায় ছুটে আসেন প্রেমিক যুবক। প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে তাঁর  বাড়িতে যান । কিন্তু, বধূর বাড়ির লোক সেই রাতেই বাড়িতে ফিরে আসায় সমস্যায় পড়ে প্রেমিক। ধরা পড়ার ভয়ে বধূর বাড়ির শৌচালয়ে ঢুকে আত্মগোপন করেন তিনি। কিন্তু শৌচালয় থেকে নানারকম শব্দ শুনে বধূর বাড়ির লোক বুঝতে পারেন, ভিতরে কেউ লুকিয়ে রয়েছে। তারপরই চোর চোর চিত্কার জুড়লে পাড়া প্রতিবেশীরা জড়ো হন। স্থানীয়রা দরজার ফাঁক থেকে লক্ষ্য করেন,শৌচালয়ের ভিতরে কেউ লুকিয়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় ডাউকিমারী ফাঁড়িতে। পুলিস এসে শৌচালয় খুলতেই দেখা যায়,ভিতরে ঘাপটি মেরে রয়েছে একটি যুবক। প্রেমিক তখন ভয়ে কাচুমাচু। তাকে দেখে জনতা খেপে যায়। যুবককে টেনে বের করে চলে উত্তমমধ্যম। তাদের হাত থেকে প্রেমিককে উদ্ধার করে পুলিস। 

    তবে যুবকটি বলে, ওই বধূ দীর্ঘদিন ধরে চুপিসারে তার সঙ্গে প্রেম করছেন। গত বছর দুর্গাপুজোর সময় এই বাড়িতে এসেও সে তার প্রেমিকার সঙ্গে দেখা করেছে। বাড়িতে কেউ নেই বলে ওই খবর দিয়েছিল। এদিন এসে বিপদে পড়ি। প্রেম করি বলে মার খেতে হল। 

    যদিও পাড়ার লোকের সামনে যুবকের এই দাবি মানতে চাননি ওই বধূ।  গৃহবধূ বলেন, আমি ওই যুবককে চিনি না। ওনার সঙ্গে কোনও সম্পর্কে আমি নেই। যুবক মিথ্যে বলছে। তবে,স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ দেখে বধূর স্বামী আর কথা বাড়াতে চাননি। কোনও মন্তব্যও করেননি। পুলিস জানিয়েছে, যুবককে আটক করে ঘটনার তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)