• অবৈধভাবে মাটি চুরি, পরিদর্শন গেলে সরকারি কর্মীদের উপর হামলা
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রেজিনগরে সরকারি জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠছিল গত কয়েকদিন ধরে। শুক্রবার দুপুরে সেখানে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দল পরিস্থিতি খতিয়ে দেখতে যায়। সঙ্গে ছিলেন জেলা পরিষদ এক সদস্য ও বিধায়ক প্রতিনিধি সহ স্থানীয় জন প্রতিনিধিরা। হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হামলার মুখে পড়তে হয় সরকারি আধিকারিক ও জন প্রতিনিধিদের। এদিন রেজিনগর থানার জয়নগর এলাকায় একটি পুকুরে জেসিবি নামিয়ে মাটি কাটার অভিযোগ পেয়ে সেখানে হাজির হয়েছিলেন তাঁরা। সেই সময়ে জেলা পরিষদ সদস্য ও বিধায়ক পুত্রের উপর হামলা চালানো হয়। পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির স্বামীর অনুগামীরা হামলা চালিয়েছে বলেই অভিযোগ। তাঁদের তিনটি গাড়িতে হামলা করা হয়। তার মধ্যে একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে বলেই অভিযোগ। এমনকী সরকারি আধিকারিকদের উপরও চড়াও হয় স্থানীয়রা। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন রেজিনগরের বিধায়কের পুত্র জামিল চৌধুরী। তাঁকে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তিনিও পুলিস ও জেলা প্রশাসনকে বিষয়টি অভিযোগ আকারে জানিয়েছেন। পাশাপশি জেলা পরিষদের তরফ থেকে একটি এফআইআরও করা হচ্ছে। 

    জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, ওখানে জেলা পরিষদের একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল বলে অভিযোগ আসে। তারপর এদিন আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে ইন্সপেকশন করতে যান। সঙ্গে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধিও ছিলেন। সেখানে দেখা যায় যে, মাটি কাটার অভিযোগ সত্য। একটি জেসিবি মেশিন সিজ করা হয়। সেই সময় স্থানীয় কিছু লোকজন হামলা করেছে বলে শুনেছি। আমরা থানায় একটি অভিযোগ দায়ের করছি। পুলিস তদন্ত করুক। তবে এখন মাটি কাটা বন্ধ হয়েছে। 

    জামিল চৌধুরী বলেন, জেলা পরিষদের আধিকারিকদের উপর প্রথমে হামলা হচ্ছিল। আমরা ওঁদের বাঁচানোর চেষ্টা করি। তখন আমাদের দু’টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এই হামলার পিছনে মদত দিয়েছে। ওর ভাই আমাকে মারধর করেছে।  আমার হাতে কাধে ও পিঠে গুরুতর আঘাত লেগেছে। পুলিস সক্রিয় হলে এই ঘটনা ঘটত না। আমি প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। পুলিসেও অভিযোগ জানাব। 

    তিনি আরও বলেন, জেলা পরিষদের দু’টি পুকুর আছে ওখানে। এলাকার লোকজন অনেক দিন ধরে অভিযোগ করছেন যে, ওখানে মাটি চুরি হচ্ছে। পুকুরটির অবস্থা এদিন খতিয়ে দেখতে যেতেই আমাদের উপর হামলা হল। পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আতাউর রহমানের ভাই আমার উপর হামলা চালায়। দিনের পর দিন সরকারি পুকুর জবরদখল করে রেখেছে ওরা। অবৈধভাবে মাটি কাটছে। তা নিয়ে যখন সরকারি আধিকারিকরা তদন্ত করছেন তখন তাঁদের উপর হামলা করছে। আমরা এইসব করতে দেব না। 

    পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা তৃণমূল নেতা আতাউর রহমান বলেন, জয়নগর গ্রামের পুকুরের পাড় ভেঙে আশেপাশের বাড়ি ভেঙে যাওয়ার উপক্রম। তাই পুকুর থেকে মাটি নিয়ে পাড় বাঁধানো হচ্ছিল। পুকুরের পচা মাটি কেটে পাড় বাঁধানোয় ওদের আপত্তি। তাই যখন বাড়ির পুরুষরা অনুপস্থিত, ঠিক সেই সময়ে জেলা পরিষদের সদস্য ও বিধায়কপুত্র সেখানে গিয়ে জেসিবি তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। মহিলারা বেরিয়ে প্রতিবাদ করলে, তাদের গায়ে হাত তুলেছে। প্রায় আট-দশ হাজার মানুষ প্রতিবাদ জানাতে বাইরে বেরিয়ে আসে। গ্রামের মা-বোনদের দাবি, পাড় বাঁধানোর কাজে ওরা কেন বাধা দেবে? এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওদের বিরুদ্ধে মহিলারা বিক্ষোভ দেখিয়েছে। আমরা কেউ গায়ে হাত তুলিনি। উল্টে আমাদের একজনকে ওরা মেরেছে। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি কাটা চলছিল। পুলিস উপযুক্ত তদন্ত করুক।  নিজস্ব চিত্র  
  • Link to this news (বর্তমান)