ইস্কোয় কাজের দাবিতে আসানসোলে স্মরকলিপি দিল আদিবাসী পড়ুয়ারা
বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ইস্কোর সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজে বঞ্চিত করা হচ্ছে স্থানীয় আদিবাসীদের। তাঁদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণে গড়িমসি করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হল আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ফোরাম। আসানসোল, দুর্গাপুর কেন্দ্রীক এই সংগঠনের সদস্যরা শুক্রবার আসানসোলে জেলাশাসক অফিসের সামনে জমায়েত হন। জেলাশাসক না থাকায় তাঁদের স্মরকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) সঞ্জয় পাল। পাঁচ সদস্যের প্রতিনিধি প্রশাসনিক আধিকারিককে জানান, ইস্কোর কারখানা যে জমিতে গড়ে উঠেছে তার অনেক জমির মালিক ছিল আদিবাসীরা। কিন্তু সেই সময়েও জমি দেওয়া আদিবাসী পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হয়নি। ইস্কো সম্প্রসারণের কাজে লোক নিয়োগে স্থানীয় আদিবাসীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। ইস্কোর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সঙ্গে এনিয়ে দফায় দফায় আলোচনা হলেও কাজের কাজ কিছু হয়নি। এদিন সংগঠনের গুটগুটপাড়া ব্রাঞ্চ অফিসের সম্পাদক সঞ্জয় হাঁসদা ও গুরুদাস কিস্কুর উদ্যোগে আন্দোলন সংগঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হীরালাল সোরেন ও সাধারণ সম্পাদক লখিন্দ মাড্ডি। হীরালালবাবু বলেন, যতক্ষণ না চাকরির দাবি পূরণ হবে আমাদের আন্দোলন চলবে।
অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল বলেন, তাঁদের দাবিগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ইস্কোর জনসংযোগ আধিকারিক বলেন, তাঁদের বিষয়টি নিয়ে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট পর্যালোচনা করছে।-নিজস্ব চিত্র