• শিশু উদ্যান হয়ে উঠেছে অসামাজিক কাজের আখড়া, পুরসভা ও থানায় অভিযোগ, চাঞ্চল্য
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পুরসভার শিশু উদ্যান হয়ে ওঠেছে অসামাজিক কাজের আখড়া। মদ, গাঁজার ঠেকের পাশাপাশি ছেলেমেয়ে, পুরুষ-মহিলারা শারীরিক অন্তরঙ্গতার জন্য বেছে নিচ্ছেন এই শিশু উদ্যানটি‌। সবমিলিয়ে তৈরি হচ্ছে চূড়ান্ত অসামাজিক পরিবেশ। ওই পার্কের মধ্যেই রয়েছে সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, স্কুল চলাকালীন পুরুষ-মহিলারা পার্কে নোংরামি করতে থাকে। প্রতিবাদ করলে শিক্ষকদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয় অশালীন মন্তব্য। মদ ও গাঁজা খাওয়ার প্রতিবাদ করলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়। স্কুলের সামনে মদের বোতল ভেঙে রাখা হয়। স্কুলের জানলায় গুঁজে দেওয়া হয় কল্কে।

    পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় স্থানীয় কাউন্সিলার কল্যাণী রায়ের নেতৃত্ব স্কুলের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা আসানসোল পুরসভায় আসেন। তাঁরা মেয়র বিধান উপাধ্যায়ের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেন। উদ্বেগজনক পরিস্থিতির কথা শুনে আসানসোল দক্ষিণ থানায় ফোন করেন মেয়র। তারপর আন্দোলনকারীরা আসানসোল দক্ষিণ থানায় গিয়েও অভিযোগ জানান। 

    আসানসোল পুরসভার ৮৫ নম্বর ওয়ার্ডের ১ নম্বর মহিশীলা কলোনির শিমূলতলায় পুরসভার ওই পার্কটি রয়েছে। পার্কের মধ্যেই রয়েছে বাণী মন্দির সূর্যনারায়ণ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার সামগ্রিক বিকাশের এক আদর্শ পরিবেশ হওয়ার কথা। পড়ুয়ারা পঠন পাঠনের পাশাপাশি খেলাধুলোর সুযোগ পাওয়ার কথা। কিন্তু বছর খানেক ধরে পরিস্থিতি বেগতিক। অভিযোগ, সকাল থেকে মাঝরাত পর্যন্ত এই পার্কটিকেই ডেরা বানিয়ে নিয়েছেন নেশাড়ু যুবক-যুবতী থেকে অতি উচ্ছৃঙ্খল ছেলেমেয়েরা।

    কাউন্সিলার কল্যাণী রায় বলেন, ১৬ থেকে ২৫ বছর বয়সি মেয়েদেরই উৎপাত বেশি। তারা প্রাচীর টপকে সঙ্গীদের নিয়ে পার্কে ঢুকছে। মদ্যপান থেকে ধূমপান সবই চলছে। প্রতিবাদ করলে স্কুলের উপর অত্যাচার করছে। মেয়র বিধান উপাধ্যায় বলেন, বিষয়টি পুলিসকে খতিয়ে দেখতে বলেছি।
  • Link to this news (বর্তমান)