• বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও রাস্তা পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও রাস্তা পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ দেখাল বিজেপি। শুক্রবার আরামবাগের মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিজেপির কর্মী সমর্থকরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। এদিন সেখানে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ছিল। বিজেপির দাবি, বন্যায় বহু রাস্তা ভেঙেছে। নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। সেইসব ক্ষতিগ্রস্ত অংশের অধিকাংশ জায়গা মেরামত করা হয়নি। কোথাও কোথাও নিম্নমানের কাজ করা হয়েছে। তার প্রতিবাদেই এদিন বিক্ষোভ দেখানো হয়। এদিন বিজেপি বেশ কিছু এলাকার রাস্তা নির্মাণের দাবি তুলে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেয়। 

    বিধায়ক বলেন, খানাকুলে বন্যায় বিধ্বস্ত রাস্তা ও বাঁধ মেরামতির ব্যাপারে শুধুই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু, কবে হবে তার নিশ্চয়তা নেই। সামনেই বর্ষা। তার আগে কেন কাজ হবে না? আমরা এদিন প্রশাসনকে দাবিগুলি জানিয়েছি। শীঘ্রই কাজ না হলে বৃহত্তর আন্দোলন হবে। 

    তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, আরামবাগ মহকুমায় ডিভিসির ছাড়া জলে বারবার বন্যা হয়। অথচ কেন্দ্র সরকার এখানে পুনর্গঠনের জন্য কোনও বরাদ্দ দেয় না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবু বন্যা নিয়ন্ত্রণে সব কাজ করছে। বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই বাজার গরম করতে ডেপুটেশন দিচ্ছে।
  • Link to this news (বর্তমান)