• চাকরিহারাদের পাশে তৃণমূল
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের পাশে দাঁড়াল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে বাঁকুড়া শহরে মহা মিছিলের আয়োজন করা হয়। এদিন বিকেলে শহরের হিন্দু স্কুল থেকে মাচানতলা পর্যন্ত মিছিল হয়। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, নোটিস না পাওয়া পর্যন্ত চাকরিহারাদের বিরুদ্ধে কেউ পদক্ষেপ গ্রহণ করবে না। এনিয়ে বিরোধীরা অযথা নাটক করছে। ত্রিপুরায় বাম আমলে শিক্ষকদের চাকরি গিয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার পরেও চাকরি ফিরিয়ে দিতে পারেনি। বিরোধীরা এখন ঘোলা জলে মাছ ধরতে চাইছে। চাকরি একমাত্র রাজ্য সরকারের উদ্যোগেই ফিরতে পারে। রাজ্য সরকার আইনি পদ্ধতির পাশাপাশি মানবিকভাবেও বিষয়টি দেখছে। চাকরিহারাদের স্কুলে ঢুকতে না দিলে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে অরূপবাবু এদিন হুঁশিয়ারি দেন।

    এদিন রঘুনাথপুর-২ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের তরফে চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে মিছিল করা হয়। এদিন চেলিয়ামা এলাকায় প্রতিবাদ মিছিলটি হয়। মিছিলে ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য, ব্লক সভাপতি সঞ্জয় মাহাথা প্রমুখ উপস্থিত ছিলেন।এদিন আরামবাগেও মিছিল করে তৃণমূলের যুব ও ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, সিপিএম ও বিজেপির ষড়যন্ত্রে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তার প্রতিবাদে এদিন মিছিল করা হয়। তারসঙ্গে জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদও জানানো হয়। শুক্রবার বিকেলে ওই মিছিল আরামবাগ শহরের নেতাজি স্কয়ার থেকে শুরু হয়। শহর পরিক্রমা করে তা গৌরহাটি মোড়ে শেষ হয়। এদিন ওই মিছিলে ছিলেন দলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায়, শ্রমিক সংগঠনের সভাপতি উত্তম কুণ্ডু প্রমুখ। এদিন মহকুমার অন্যান্য ব্লক এলাকাতেও তৃণমূল মিছিল করেছে।
  • Link to this news (বর্তমান)