• ব্যাঙ্কশাল ও বিচার ভবনের কোর্ট লকআপ পরিদর্শন মুখ্য বিচারকের
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার বিকেলে ব্যাঙ্কশাল আদালত ও কলকাতার বিচার ভবনের কোর্ট লকআপ পরিদর্শন করলেন নতুন মুখ্য বিচারক সুকুমার রায়। কোর্ট লকআপের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। আদালতের অন্যান্য পরিষেবা নিয়েও খোঁজ নেন সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে। কোর্টের মেডিক্যাল ইউনিট, ব্যাঙ্কশাল কোর্টের বিভিন্ন এজলাসও ঘুরে দেখেন। কোর্ট চত্বরে যাতে নোংরা‑আবর্জনা ঠিকমতো পরিষ্কার করা হয়, চত্বরে বেআইনি পার্কিং কোনও অবস্থাতাতেই যাতে না 

    করা হয়, সেই সংক্রান্ত বার্তা 

    দিয়েছেন তিনি। 

    এই আদালতের আইনজীবীদের সংগঠন অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা সরকারি আইনজীবী প্রবীর মুখোপাধ্যায় বলেন, ‘এখানে পানীয় জলের সমস্যা প্রবল। বিচারপ্রার্থীরা বহু ক্ষেত্রে বাইরে থেকে 

    বোতলবন্দি জল কিনতে বাধ্য হন। তাই এক্ষেত্রে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়, তা নিয়ে আমরা মুখ্য বিচারকের কাছে দরবার করব আগামী সপ্তাহে।’ 

    এদিনই অবশ্য মুখ্য বিচারক আদালতে পানীয় জলের বিষয়ে খোঁজখবর করেন। এদিন মুখ্য বিচারকের সঙ্গে ছিলেন ব্যাঙ্কশাল কোর্টের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট কৌস্তভ মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)