নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৭ সালে তারাতলা এলাকায় এক লরির কেবিন থেকে ৩১৩ কেজি ১০৮ গ্রাম গাঁজা উদ্ধার করেছিল পুলিস। ওই ঘটনায় ধৃত তিন মাদক পাচারকারীকে দশ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। শুক্রবার আলিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দীননাথ প্রসাদ এই নির্দেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছ’মাস হাজতবাসের নির্দেশ দেন। সরকারি আইনজীবী সুরেশপ্রসাদ সিং বলেন, সাক্ষ্য‑প্রমাণের অভাবে এই মামলা থেকে এক মহিলাকে বেকসুর খালাস করেছে আদালত। বাকি তিন অপরাধীকে দোষী সাব্যস্ত করে বিচারক সাজা ঘোষণা করেছেন। এদিকে, গোপন সূত্রে খবর পেয়ে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর অফিসাররা বৃহস্পতিবার কলুটোলা এলাকার একটি বাড়ি থেকে ২০ কেজি ৪০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছে। ওই গাঁজা এসেছিল ওড়িশা থেকে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অফিসাররা চারজনকে গ্রেপ্তার করেছেন। ধৃতদের মধ্যে দু’জনের বাড়ি বিহারে। একজন থাকে মুর্শিদাবাদে, অন্যজন কলকাতায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক পাচার ও বিক্রির কাজে যুক্ত। এদিন ধৃত চারজনকে কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহার এজলাসে হাজির করা হলে তিনি তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।