• ডেটিং অ্যাপে আলাপ, রেস্তরাঁয় ডেকে ধরানো হতো মোটা টাকার ভুয়ো বিল!
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেটিং অ্যাপ খুলে প্রতারণার অভিযোগে এক মহিলা সহ দু’জনকে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতদের মধ্যে একজন একটি রেস্তরাঁর মালিক। শুক্রবার সকালে তাঁদের এলগিন রোড ও বারুইপুর এলাকা থেকে ধরা হয়। এভাবে প্রতারণার মাধ্যমে তাঁরা কত টাকা হাতিয়েছিল, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, রেস্তরাঁ মালিক রণপতি পাসওয়াস ওরফে অরুণ পাসওয়াস অল্পবয়সি মেয়েদের তাঁর রেস্তরাঁয় নিয়োগ করতেন। তারপর তাঁদের দিয়ে বিভিন্ন ডেটিং সাইটে প্রোফাইল খোলানো হতো। সেখানে দেওয়া থাকত তাঁদের ফোন নম্বরও। সাইট থেকে নম্বর নিয়ে কেউ তরুণীদের সঙ্গে কথা বললে এলগিন রোডের একটি রেস্তরাঁয় ডেকে পাঠানো হতো ডেটিংয়ের জন্য। কেউ সেই ফাঁদে পা দিয়ে ওই রেস্তরাঁয় চলে এলে তরুণীরা কথাবার্তা বলতেন। তারপর রেস্তরাঁর তরফে ভুয়ো বিল ধরিয়ে দেওয়া হতো ডেটিংয়ে আসা আগন্তুককে। চাপে ফেলে মোটা টাকা ‘পেমেন্ট’ করতে কার্যত বাধ্য করা হতো বলে অভিযোগ। এক-একজনের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হতো বলেও জেনেছেন তদন্তকারীরা। কেউ টাকা দিতে না চাইলে খুনের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ।

     কীভাবে সামনে এল লোক ঠকানোর এই কারবার? সিঙ্গুরের এক বাসিন্দা 

    ডেটিং অ্যাপের মাধ্যমে এক তরুণীর সঙ্গে কথা বলেন। তাঁকে এলগিন রোডের ওই রেস্তরাঁয় ডেকে পাঠানো হয়। তিনি সেখানে গেলে ভুয়ো বিল ধরিয়ে দশ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ হলে তদন্ত শুরু করে পুলিস। পরে লালবাজার তদন্তভার নেয়। অভিযুক্ত এক মহিলার মোবাইলের সূত্র ধরে বারুইপুরে হানা দেয় পুলিস। তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতেই গোটা ঘটনা স্পষ্ট হয়। জানা যায়, এই কারবারের মাথা ওই রেস্তরাঁর মালিক স্বয়ং। তাঁকে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (বর্তমান)