নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার রাত ১১টা নাগাদ হাওড়ার অঙ্কুরহাটি মোড়ের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি। একটি লরি পেছন থেকে গাড়িটিতে ধাক্কা দেয় বলে অভিযোগ। তবে গাড়ির মধ্যে থাকলেও বিধায়কের কোনও চোট লাগেনি। পুলিস সূত্রে জানা গিয়েছে, গাড়ি নিয়ে কোলাঘাট থেকে কলকাতার থেকে যাচ্ছিলেন বিধায়ক। অঙ্কুরহাটি মোড়ের কাছে একটি লরি আচমকা পাশ কাটাতে গিয়ে বিধায়কের গাড়িটিতে ধাক্কা দেয়। ঘটনায় গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিস।