• দুরারোগ্য অসুখে আক্রান্ত শিশুর চিকিৎসায় সাহায্য ফিরহাদের
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুরারোগ্য অসুখে আক্রান্ত রাজারহাটের আদ্রিতি মণ্ডলের পাশে দাঁড়ালেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলার মসজিদ কমিটির পক্ষ থেকে শিশু আদ্রিতির চিকিৎসার জন্য দু’লক্ষ টাকা দেন। শুক্রবার আদ্রিতির মা সীমা মণ্ডলের হাতে তিনি চেক তুলে দেন তিনি। পাশাপাশি একটি ওষুধ সংস্থাকে স্বল্পমূল্যে ওই রোগের ওষুধ দেওয়ার জন্য অনুরোধ করেছেন। জানা গিয়েছে, রাজারহাটের বাসিন্দা আদ্রিতি মণ্ডল বিরল স্নায়ু রোগে আক্রান্ত। গত তিন মাস ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভেন্টিলেশনে রয়েছে। আমেরিকার একটি ওষুধ সংস্থা একমাত্র এই রোগের ওষুধ তৈরি করে। সে ইনজেকশনের দাম প্রায় আট কোটি টাকা। ফিরহাদ বলেন, ‘একটি বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। এখানে ধর্ম কোনও বিষয় নয়। মনুষ্যত্বই আসল।’ বাচ্চাটির মা সীমা মণ্ডল বলেন, ‘মানবিকতাই আসল। অনেকেই এগিয়ে আসছেন। তবে এখনও অনেক বাকি।’ সকলের কাছেই সাহায্য চান তিনি। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)