জামাই আবেগ সরিয়ে প্রিয় ক্লাবের পাশে বাবলু
বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মসঙ্কট। একদিকে প্রাণের মোহন বাগান। অন্যদিকে, জামাই সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। আইএসএল ফাইনালের আগে সুব্রত ভট্টাচার্যের ভোট কোন দিকে? প্রশ্ন করতেই সোজাসাপ্টা বাবলু। স্পষ্ট উত্তর, ‘বেঙ্গালুরু ব্যালান্সড দল। তবে মোহন বাগানই জিতবে।’
হাতা গোটানো মেরুন ফুলস্লিভ শার্ট। পায়ে সাদা স্নিকার্স। শুক্রবার পার্ক স্ট্রিটের চেনা রেস্তোরাঁয় চেনা মেজাজে সুব্রত। বরাবরের বিতর্কিত। স্পষ্টবক্তা। বক্তব্যের স্বপক্ষে ওঁর যুক্তি, ‘যুবভারতীতে খেলা। ঘরের মাঠে সমর্থদের উপস্থিতি বড় ফ্যাক্টর। মনে রাখতে হবে, চলতি টুর্নামেন্টে এই মাঠে অপরাজিত মোহন বাগান। আমার ধারণা, কাছা খুলে কোনও দলই আক্রমণে উঠবে না। নামমাত্র গোলে ফয়সালা হলেও অবাক হব না।’ সুব্রতর ব্যাখ্যা, ‘বেঙ্গালুরুর মাঝমাঠ বেশ শক্তিশালী। মিডফিল্ড দখলে নিতে পারলে মোহন বাগানের কাজ কিছুটা সহজ হবে।’ আর সুনীল? যুবভারতীতে গল্ফগ্রিনের জামাই আদৌ ফ্যাক্টর হয়ে উঠতে পারবেন? এক্ষেত্রে বিখ্যাত শ্বশুরমশাইয়ের ব্যাখ্যা, ‘বক্সে সুনীল খুবই ভয়ঙ্কর। মোহন বাগান রক্ষণকে সতর্ক থাকতে হবে।’ তবে মাঠে যাওয়ার ইচ্ছা নেই সুব্রতর। বরং টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন তিনি। সুব্রত জায়াও ম্যাচ দেখতে তৈরি। সপরিবারে কলকাতায় এসেছেন সুনীল। জিতলে, ম্যাচের পরদিন শ্বশুরবাড়ি যাওয়ার কথা। জামাই বরণের প্রস্তুতি চলছে ভট্টাচার্য বাড়িতে। লতা দেবীর মন্তব্য, ‘আমি বাবা এত টেনশন সহ্য করতে পারি না। তবে জামাই ভালো খেলুক, সেটাই চাই।’
Link to this news (বর্তমান)