• জাহাজ মেরামতি কারখানার কাজ বন্ধ করে দিল প্রশাসন
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রশাসনকে অন্ধকারে রেখে শ্যামপুর ২ নম্বর ব্লকে জাহাজ মেরামতির কারখানা তৈরির উদ্যোগ নিয়েছিলেন এক ব্যবসায়ী। শুক্রবার সেই খবর ‘বর্তমান’-এ প্রকাশিত হওয়ার পর ওই কারখানা তৈরির কাজ বন্ধ করে দেয় প্রশাসন। 

    শ্যামপুর ২ নম্বর ব্লকের ডিহিমণ্ডলঘাট ১ নম্বর পঞ্চায়েতের আমবেড়িয়া গ্রামে রূপনারায়ণের চর কেটে জাহাজ মেরামতির কারখানা নির্মাণের অভিযোগ উঠেছিল ইটভাটা ব্যবসায়ী শেখ রাশিদুল ইসলামের বিরুদ্ধে। ‘বর্তমান’-এর খবরের জেরে এদিনই ঘটনাস্থলে যান বিডিও সঞ্জু গুহ মজুমদার ও সেচ দপ্তরের আধিকারিকরা। উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল বলেন, ওখানে জাহাজ মেরামতির কারখানার কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই ইটভাটার মালিককে কারখানার প্রয়োজনীয় কাগজপত্র সমেত বিডিও অফিসে দেখা করতে বলা হয়েছে। কিন্তু, ইচ্ছা মতো চর কেটে ফেলার ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। এদিন এই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সেচমন্ত্রী মানস ভুঁইঞা। এই বৈঠকে মন্ত্রী এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। এলাকা পরিদর্শনের পর জেলাশাসক এবং পুলিস সুপারের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের নেতৃত্বাধীন টিমকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, আমবেড়িয়া গ্রামে একটি ইটভাটা লাগোয়া জায়গায় জাহাজ মেরামতির কারখানা করার পরিকল্পনা করেছিলেন ইটভাটার মালিক শেখ রাশিদুল ইসলাম। এই কারখানা করার পাশাপাশি জাহাজ ঢোকানোর জন্য তিনি রূপনারায়ণের চর ও পাড় থেকে মাটি কেটেছেন বলে অভিযোগ। রাশিদুলের দাবি, তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়ে এবং সরকারকে রাজস্ব দিয়েই মাটি কেটেছেন। যদিও ডিহিমণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেউই জাহাজ মেরামতির জন্য কারখানা গড়বেন বলে আমাদের কাছে অনুমতি চাননি।
  • Link to this news (বর্তমান)