• ফলতার স্কুলে যামিনী রায়ের ছবি দিয়ে আর্ট গ্যালারির সূচনা
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আর্ট গ্যালারি তৈরি হল ফলতার এক প্রাথমিক স্কুলে। সেখানে চিত্রকর যামিনী রায়ের আঁকা ছবি স্থান পেয়েছে। শুক্রবার শিল্পীর জন্মদিন উপলক্ষ্যে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ওই গ্যালারির উদ্বোধন হয়। তাঁর আঁকা ৪৬টি ছবি এই গ্যালারিতে রাখা হয়েছে। ছবি নিয়ে পড়ুয়াদের সচেতন করতে এবং চিত্রকর সম্পর্কে ধারণা দিতে এই উদ্যোগ নিয়েছেন শিক্ষকরা। তবে এমন উদ্যোগ সচরাচর দেখা যায় না স্কুলে। প্রধান শিক্ষক তিলক নস্কর এ সম্পর্কে বলেন, সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ২০১৭ সালে শিক্ষাদপ্তর যামিনী রায় পুরস্কার দিয়েছিল এই স্কুলকে। তারপর থেকেই যামিনী রায়ের ছবি দিয়ে আর্ট গ্যালারি তৈরির ইচ্ছা ছিল। সেটা অবশেষে বাস্তবায়িত হল। জানা গিয়েছে, ছবিগুলি বিভিন্ন জায়গা থেকে কিনে বাঁধাই করে টাঙানো হয়েছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)