সংবাদদাতা, উলুবেড়িয়া : রাতে রেস্তরাঁ থেকে খাওয়া-দাওয়া সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে ১৬ নং জাতীয় সড়কের বাগনানের নবাসনে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হল অঙ্কুশ ভট্টাচার্য, বিপাশা চক্রবর্তী এবং অলোক ভট্টাচার্য। মৃতেরা সকলেই কলকাতার বাসিন্দা। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বাগনান থানার পুলিস দেহগুলি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে একটি ছোট চারচাকা গাড়ি করে চারজন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটি রেস্তরাঁয় খেতে আসেন। রাতে খাওয়া-দাওয়া সেরে বাড়ি ফেরার সময় ভোরে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার নবাসন উড়ালপুলের উপর প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় প্রাইভেট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা চার আরোহী মারাত্মক জখম হন। দুর্ঘটনার পর বাগনান থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অঙ্কুশ ভট্টাচার্য ও বিপাশা চক্রবর্তীকে মৃত বলে ঘোষণা করেন। পরে আহত দু’জনকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে কিছুক্ষণ পর সেখানে আলোক ভট্টাচার্যর মৃত্যু হয়। পুলিস লরি এবং প্রাইভেট গাড়িটি আটক করেছে। নিজস্ব চিত্র