• Breaking News Live: ফরাক্কার তৃণমূল বিধায়কের বাড়িতে ভাঙচুরের অভিযোগ
    এই সময় | ১২ এপ্রিল ২০২৫
  • ওয়াকফ আইন বাতিলের দাবি ঘিরে শুক্রবার থেকে ফের অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। এর মধ্যে শনিবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সামশেরগঞ্জের ধুলিয়ান এলাকা। ফরাক্কার তৃণমূল বিধায়কের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। ধুলিয়ান মোড়ে মোতায়েন BSF। বেশ কিছু পুড়ে যাওয়া বাইক-গাড়ির ছবি সামনে এসেছে। এর পাশাপাশি আজিমগঞ্জের রেল অফিসে ভাঙচুরের অভিযোগও উঠেছে।

    শুক্রবার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। সেই বৈঠকের পর শনিবারও SSC ভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন তিনজন চাকরিহারা। জানা গিয়েছে, শুক্রবার মিছিলে যাওয়া চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আজ থেকে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসবেন।

    হনুমান জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘সংকটমোচনের কৃপায় তোমাদের সকলের জীবন সর্বদা সুস্থ, সুখী এবং সমৃদ্ধ থাকুক। এটাই আমার কামনা।’

    জম্মু-কাশ্মীরের আখনুর এলাকায় পাকিস্তানি অনুপ্রবেশকারী এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলির লড়াইয়ে শহিদ হলেন একজন সেনা অফিসার।

    শুক্রবার রাতে আলিপুর চিড়িয়াখানা থেকে ঝড়খালী ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হল একটি নতুন বাঘকে। কয়েক মাস আগে ওই পুনর্বাসন কেন্দ্রে বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়েছিল সোহান নামে একটি বাঘের। সোহানের মৃত্যুর পর দুটি বাঘিনী ছিল ঝড়খালি অ্যানিম্যাল পার্ক বা ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। এ বার নতুন করে আলিপুর চিড়িয়াখানা থেকে একটি বাঘকে এখানে নিয়ে আসা হল।

    শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এ বার সেই বৈঠকের পর রাতভর SSC ভবনের সামনে অনশনে বসলেন তিনজন চাকরিহারা। অনশনে বসেছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় ও প্রতাপকুমার সাহা। তাঁদের সঙ্গে অবস্থান করছেন আরও কয়েকজন চাকরিহারা।

    একের পর এক উড়ানে বিলম্ব। ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যাচ্ছে লম্বা লাইন। ভিড়ে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে ব্যস্ততম এই এয়ারপোর্টে।

    জম্মু-কাশ্মীরের কিষ্টাওয়ারে জৈশ-ই-মহম্মদ সংগঠনের শীর্ষ নেতা সইফুল্লা-সহ তিন জঙ্গি খতম। কিষ্টাওয়ার ও সংলগ্ন এলাকায় গত কয়েক মাস ধরে অতি সক্রিয় ছিল সইফুল্লা। সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ গত দু'দিন যৌথ অভিযান নেমে কিষ্টাওয়ারের চাত্রুর জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছিল। শুক্রবার রাতে গুলি লড়াইয়ে খতম হয় সইফুল্লা ও তার দুই সঙ্গী।

    সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Link to this news (এই সময়)