ভ্যাপসা গরম থেকে স্বস্তির পূর্বাভাস মিলেছিল আগেই। দিনে আর্দ্রতা জনিত চূড়ান্ত অস্বস্তি থাকলেও বিকেলের পর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। সপ্তাহের শেষে কেমন থাকবে কলকাতা-সহ অন্যান্য জেলার আবহাওয়া? জেনে নেওয়া যাক বিস্তারিত।
বৃহস্পতিবার রাতে কলকাতা-সহ একাধিক জেলায় ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছিল রাজ্যবাসীকে। তাপমাত্রা কিছুটা কমেও যায় রাতের দিকে। তবে, শুক্রবার থেকে প্যাচপেচে গরমের ভোগান্তি রয়েছেই।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, জোড়া অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। উত্তরবঙ্গ ও সিকিম সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর প্রভাবেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টি চলবে আগামী মঙ্গল, বুধবার পর্যন্ত। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনি ও রবিবার বেশ কিছু জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা। ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলি জেলাতে।
কলকাতার আবহাওয়া কেমন?
কলকাতায় দিনের বেলায় আর্দ্রতা জনিত চূড়ান্ত অস্বস্তি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। আপাতত তাপমাত্রায় খুব উল্লেখ্যযোগ্য উত্থান পতন নেই। শুক্রবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য কমে ২৬.৪ ডিগ্রি হয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫৪ থেকে ৮৯ শতাংশ।
উত্তরবঙ্গে আবহাওয়া কেমন?
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শনিবারও। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা।