এই সময়: সংশোধিত ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকরী করা হবে না বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে ওই আইন নিয়ে ক্ষোভ উত্তরোত্তর বেড়েই চলেছে। ছড়িয়ে পড়ছে হিংসাত্মক আন্দোলনও। টানা কয়েক দিন উত্তপ্ত থাকার পর বৃহস্পতিবার কিছুটা শান্ত হয়েছিল মুর্শিদাবাদের সুতি-সামশেরগঞ্জ এলাকা।
কিন্তু শুক্রবার ফের নতুন করে অশান্ত হয়ে উঠল ওই এলাকাগুলি। এ দিন পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, জনতার ছোড়া বোমা-ইটের ঘায়ে জখম হন বেশ কয়েক জন পুলিশকর্মী। বিক্ষোভকারীরা গুলিও চালায় বলে অভিযোগ। পাল্টা পুলিশের বিরুদ্ধেও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। দু’পক্ষের গোলাগুলিতে দু’জন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। দু’টি পৃথক হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ এক নাবালক ও এক পুলিশকর্মী।
রাস্তা অবরোধের পাশাপাশি এ দিন আন্দোলনকারীরা দু’টি বাসও জ্বালিয়ে দেয়। ট্রেন আটকে চলে বিক্ষোভ। সড়ক পরিবহণ এবং রেল চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি আয়ত্তে আনতে এডিজি সিআইএফ অজয় নন্দকে বিশেষ দায়িত্ব দিয়ে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে। রাত পর্যন্ত পরিস্থিতি থমথমে। মুর্শিদাবাদের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার কিছু এলাকাতেও বিক্ষিপ্ত গোলমালের খবর মিলেছে।
সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে এ দিন সকাল থেকেই সুতি থানার সাজুর মোড় এবং সামশেরগঞ্জ থানার ধুলিয়ান মোড় এলাকায় অবরোধ শুরু করে কয়েক হাজার জনতা। সাজুর মোড় এলাকা লাগোয়া ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধ তুলতে গেলে বিকেলের দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ করে প্রথমে পাথর-ইট, পরে বোমা ছুড়তে শুরু করে। ইট-পাথরের ঘায়ে বেশ কয়েক জন পুলিশকর্মী এবং পথচারী জখম হন বলে স্থানীয় সূত্রে খবর।
এখানেই পুলিশ পাল্টা গুলি চালায় বলে অভিযোগ। আন্দোলনকারীদের তরফ থেকেও গুলি চালানো হয় বলে অভিযোগ এসেছে। সূত্রের খবর, গুলিবিদ্ধদের মধ্যে এক জন ১৪ বছরের এক কিশোর। রাতে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। এক পুলিশকর্মীও গুলিতে জখম হয়েছেন বলে খবর। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই বিষয়ে জেলার পুলিশকর্তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।
সুতির সাজুর মোড়ে বিক্ষোভকারীদের ছোড়া পাথরে জখম হন ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খানও। নাক ফাটে তাঁর। এর পরেও ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তাঁকে ডিউটি করতে দেখা যায়। সামশেরগঞ্জ থানার ওসি-সহ আরও কয়েক জন পুলিশকর্মীও জখম হন। অন্য দিকে, ধুলিয়ান মোড়ে বেসরকারি দু’টি বাসে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি মোটরবাইকে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশের একটি সূত্রের খবর, জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে বিক্ষোভকারীদের উপরে লাঠি চালায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রচুর কাঁদানে গ্যাসের শেলও ফাটায়। এর পরে বিক্ষোভকারীরা রেললাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তার জেরে নিউ ফরাক্কা, জঙ্গিপুর, সাগরদিঘি ও নিমতিতা স্টেশনে আপ ও ডাউনের বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। ভোগান্তির শিকার হন অসংখ্য রেলযাত্রী। রেল জানিয়েছে, দু’টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। দু’টি ট্রেনকে গন্তব্যের আগেই থামিয়ে দিতে হয়েছে। পাঁচটি ট্রেন চালাতে হয়েছে ঘুরপথে।
দক্ষিণ ২৪ পরগনার আমতলাতেও বিকেলের দিকে গোলমাল বাধে। সেখানেও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ওয়াকফ বিলের প্রতিবাদে এ দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি মিছিল আসে আমতলা মোড়ে। পুলিশের একটি গাড়ি দেখে বিক্ষোভকারীরা তাতে হামলা চালায়। একটি বেসরকারি গাড়িও আটকাতে গিয়েছিল বিক্ষোভকারীরা। কিন্তু গাড়িটি পাশ কাটিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে ঘণ্টা তিনেকের জন্যে আমতলা মোড় অবরুদ্ধ হয়ে পড়ে।
এ দিনের গোলমাল প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্ধ্যায় রাজ্য বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠকে বলেন, ‘এই পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। পাল্টা প্রতিরোধ করার আহ্বানও জানাচ্ছি। আর কোনও উপায় নেই। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আত্মরক্ষার অধিকার সবার আছে। সবাইকে অনুরোধ করছি, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনায় হিন্দুরা একজোট হয়ে নিরাপদে থাকুন।’
তিনি আরও বলেন, ‘চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না। এখান থেকে চোখের জল ফেলা ছাড়া আর কিছু করতে পারব না। পুলিশ–প্রশাসন কিছু করবে না। আক্রমণ করতে এলে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে পারবেন, এ রকম জায়গায় গিয়ে থাকুন। সরকারি মদতে আপনাদের উপর যে অত্যাচার হচ্ছে, তার বিচার আপনারা পাবেন। এই ঘটনা কোথাও হঠাৎ করে ঘটেনি। মোথাবাড়ি, চাঁপদানি, আমতলা—সব জায়গায় পুলিশের জানা ছিল সব। তবুও পুলিশ সতর্ক হয়নি।’ অন্য দিকে, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সব সম্প্রদায়ের মানুষকে মিলেমিশে থাকার, শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন।