সুপ্রিম নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি ‘বাতিল’। এই অবস্থায় যখন এ রাজ্যের একটা বড় অংশের শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষকের অভাবে চরম অচলাবস্থা তৈরী হয়েছে, ঠিক তখনই অন্য ছবি খাতড়ার সুপুর উচ্চ বিদ্যালয়ে।
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবন শেষে চলতি বছরের জানুয়ারিতেই সরকারি নিয়মে অবসর গ্রহণ করেছেন ওই স্কুলের শিক্ষক, বর্তমানে খাতড়ার ইন্দকুড়ির বাসিন্দা আব্দুল মান্নান। তবে অবসর গ্রহণের পরেও ছাত্র দরদী এই শিক্ষক এক দিনের জন্যও বাড়িতে বসে থাকেননি, নিয়ম করে স্কুলে আসছেন- ক্লাসও নিচ্ছেন তিনি।
সুপুর উচ্চ বিদ্যালয় সূত্রে খবর, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বর্তমানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত পড়ুয়ার সংখ্যা ১১৬০ জন। এর মধ্যে জীবন বিজ্ঞান বিভাগে মাত্র এক জন শিক্ষক রয়েছেন। ফলে তাঁর পক্ষে একা সব ক্লাস করানো অসম্ভব। এই অবস্থায় 'প্রাণ প্রিয়' ছাত্র ছাত্রীদের কথা ভেবে অবসর জীবন যাপন না করে নিয়মিত স্কুলে আসছেন সকলের অত্যন্ত শ্রদ্ধার 'মান্নান স্যার'। অন্যদিকে ফের 'মান্নান স্যার'কে পেয়ে খুশী ছাত্র ছাত্রীরাও।
অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আব্দুল মান্নান বলেন, ছাত্র ছাত্রীদের টানেই এখানে আসা, আর যতো দিন সামর্থ্য থাকবে এভাবেই আসবো। তবে স্কুল কর্তৃপক্ষের অনুমতি মিললে অবসরের পরেও শারীরিকভাবে সুস্থ থাকলে অন্যান্য শিক্ষকদেরও স্কুলে আসা উচিৎ বলে তিনি মনে করেন বলে জানান।
প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র লায়েক বলেন, মান্নান বাবু আমাদের স্কুলের সম্পদ। ১৯৯০ সাল থেকে এই স্কুলে রয়েছেন। তিনি আমাদের অভিভাবক সম। বর্তমানে এমন অভিভাবকও রয়েছেন যারা তাঁর ছাত্র। সকলের কাছেই তিনি অত্যন্ত শ্রদ্ধেয় বলেও প্রধান শিক্ষক জানান।