খুব সাবধান! শনিবার কালবৈশাখীর সম্ভাবনা একাধিক জায়গায়, তালিকায় আপনার জেলা নেই তো? ...
আজকাল | ১২ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আগামী মঙ্গলবার অবধি দক্ষিণে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে দক্ষিণে। তবে হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শনি ও রবিবার বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার পয়লা বৈশাখ পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কোনও দিন বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সোমবার ৩০–৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে কলকাতায়। মঙ্গলবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র।
রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই দিন উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় এই সতর্কতা রয়েছে শনিবারও।
দার্জিলিং, জলপাইগুড়ি–সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরের সব জেলাতেই রয়েছে কমলা সতর্কতা। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতি থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। রবিবার উত্তরের প্রত্যেক জেলায় ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যা চলবে মঙ্গলবার পর্যন্ত। আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন একটা হেরফের হবে না। উত্তরে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও।
জোড়া অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই এই ঝড়বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৮৯ শতাংশ।