আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতে ১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি। অঙ্কুরহাটির কাছে লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় বিধায়ক নওশাদের গাড়ি। তবে সুস্থ রয়েছেন নওশাদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কোলাঘাট যাচ্ছিলেন ভাঙড়ের বিধায়ক ৷ রাত ১১টা নাগাদ অঙ্কুরহাটির কাছে একটি লরি ধাক্কা মারে তাঁর গাড়িটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিবড়া ট্রাফিক গার্ড ও ডোমজুড় থানার পুলিশ। দ্রুত উদ্ধার করা হয় নওশাদ ও তাঁর সঙ্গীদের। যদিও কারও কোনও আঘাত লাগেনি। এরপর অন্য একটি গাড়িতে করে কোলাঘাট পাঠানো হয় নওশাদ ও তাঁর সঙ্গীদের। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে লরিটি আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনার কথা জানাজানি হতেই চলে আসেন বিধায়কের বেশ কিছু সমর্থক। পুলিশ দ্রুত বিষয়টি সামাল দেয়। লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বিধায়কের গাড়ির চালকের অল্প আঘাত লেগেছে। এই ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশ তা দ্রুত সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
নওশাদ জানিয়েছেন, লরি চালক সম্ভবত মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন। চার চাকার জায়গায় বাইক থাকলে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত। অঙ্কুরহাটির মতো ব্যস্ত এলাকায় একটি ফ্লাইওভার খুব প্রয়োজন বলে জানান নওশাদ।