হিংসা-গোলমালে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মুর্শিদাবাদকাণ্ডে বার্তা পুলিশের
আজ তক | ১২ এপ্রিল ২০২৫
ওয়াকফ আইনের বিরোধিতা ঘিরে ফের রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ। শুক্রবার উত্তেজনা ছড়ায় সুতি থানার সাজুর মোড় এলাকায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানাল পুলিশ। রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে যে, সুতি ও সামশেরগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
ঠিক কী জানিয়েছে পুলিশ?
রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে যে, 'জঙ্গিপুরের সুতি ও সামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের তৎপরতায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক এখন। যাঁরা হিংসায় যুক্ত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোলমাল পাকানোয় অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত কয়েক দিন ধরেই মুর্শিদাবাদের এলাকায় অশান্তির ছবি প্রকাশ্যে এসেছে। কয়েক দিন আগেই অশান্ত হয়েছিল জঙ্গিপুর এলাকা। সেই ঘটনার কিছু দিনের মধ্যেই ফের নতুন করে শুক্রবার উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে বলে মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সম্প্রতি সংসদের দুই কক্ষে পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল। তারপরে সেই বিলে রাষ্ট্রপতি সই করায় তা আইনে পরিণত হয়েছে। এই আইনের বিরোধিতায় সরব অনেকে।