• ধর্মীয় শোভাযাত্রা, মিছিল থেকে ফুটবল ম্যাচ! আজ শহরে ট্রাফিকের হালচাল জানুন...
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবার বিভিন্ন সংগঠনের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। যার জেরে শহরের বিভিন্ন রাস্তায় শ্লথ হতে পারে গাড়ির চাকা। কাজের জন্য রাস্তায় বেরিয়ে যানজটে ফেঁসে যেতে পারেন আপনি। এক ঝলকে দেখে নেওয়া যাক ট্রাফিকের হালচাল।লালবাজার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ শহরে একাধিক শোভাযাত্রা আছে। সকালে ধর্মীয় শোভাযাত্রা ছিল হাওড়া ব্রিজ থেকে কলাকার স্ট্রিট পর্যন্ত। বিকেল চারটে নাগাদ নিমতলা ঘাট স্ট্রিট থেকে বের হবে আর একটি শোভাযাত্রা। এমডি রোড, জোড়াবাগান স্ট্রিট, যদুলাল মল্লিক স্ট্রিট, কলাকার স্ট্রিট, কটন স্ট্রিট, নলিনী শেঠ রোড, লোয়ার চিৎপুর রোড, রবীন্দ্র সরণি হয়ে শোভাযাত্রা ফের নিমতলা ঘাট স্ট্রিটে এসে থামবে। ওই একই সময়ে আরও একটি ধর্মীয় শোভাযাত্রা বের হবে জি আর রোডে। এদিন বিকেল ৪টে নাগাদ কলেজ স্ট্রিটে বিক্ষোভ সভা রয়েছে। বিকেল সাড়ে ৪টের সময় মিছিল আছে রাসবিহারী অ্যাভিনিউতে। বিকেল ৫টা নাগাদ বেহালার জনকল্যাণ মোড় থেকে ট্রাম ডিপো পর্যন্ত ডায়মন্ড হারবার রোডে মিছিল আছে। মধ্য কলকাতার কলেজ স্ট্রিট চত্বরে বিকেল ৫টায় মিছিল আছে বলে জানানো হয়েছে লালবাজারের তরফে।এছাড়া আজ, শনিবার যুবভারতীতে আইএসএলের ফাইনাল। যার জেরে সন্ধ্যায় ইএম বাইপাসে যান চলাচল ব্যাহত হতে পারে। এর মধ্যেও শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর লালবাজার। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন। 
  • Link to this news (বর্তমান)