• আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জানুন আপডেট...
    বর্তমান | ১২ এপ্রিল ২০২৫
  • কলকাতা, ১২ এপ্রিল: আজ, শনিবার সকালের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে দুপুর বা সন্ধ্যা নাগাদ শহরে বৃষ্টির সম্ভাবনা। এমনই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।আগামী মঙ্গলবার, পয়লা বৈশাখ পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। দু’টি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবও পড়ছে আবহাওয়ার উপর। তার জন্য বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি বেশি। বৃষ্টিপাত হয়নি।
  • Link to this news (বর্তমান)