• অঙ্কুরহাটিতে নওশাদের গাড়িতে ট্রাকের ধাক্কা
    দৈনিক স্টেটসম্যান | ১২ এপ্রিল ২০২৫
  • হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে দুর্ঘটনার কবলে পড়ল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির গাড়ি। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ চেকপোস্টের কাছে তাঁর গাড়ি দাঁড়িয়ে ছিল। সেই সময় একটি ট্রাক এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল গাড়ির সামনের দিকে একটি চাকা ফেটে যায়। তবে এই দুর্ঘটনায় জখম হননি বিধায়ক নওশাদ। তবে তাঁর গাড়িচালক সামান্য জখম হয়েছেন। দুর্ঘটনা প্রসঙ্গে নওশাদ বলেন, ‘সিগন্যালে আমার গাড়ি দাঁড়িয়ে থাকার সময় একটি ট্রাক ধাক্কা মারে। ওই এলাকাটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। তাই আন্ডারপাসের দরকার।’ উল্লেখ্য, বছর দুয়েক আগে কোনা এক্সপ্রেসওয়ের গড়ফার কাছে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেইবারও তিনি অল্পের জন্য রক্ষা পান।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন আইএসএফ বিধায়ক। মাঝে কিছু ক্ষণের জন্য সিগন্যালে তাঁর গাড়ি ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে দাঁড়িয়েছিল। আচমকাই তাঁর গাড়িতে ধাক্কা দেয় একটি ট্রাল। সঙ্গে সঙ্গে গাড়ি থেমে যায়। ঝাঁকুনিতে ভয় পেয়ে যান সকলে। দুর্ঘটনার পর ডোমজুড় থানার পুলিশ বিধায়কের জন্যে অন্য একটি গাড়ির ব্যবস্থা করে। সেই গাড়িতে চেপেই তিনি বাড়িতে ফেরেন। বিধায়কের অনুগামীরা মনে করছেন এটা কোনও চক্রান্ত হতে পারে। তবে দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না সেই প্রসঙ্গে বিধায়ক নিজে কোনও মন্তব্য করেননি। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, ট্রাকের চালককে আটক করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিধায়ক নিজে অক্ষত থাকায় অনেকটাই স্বস্তিতে সকলে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)