নিরুফা খাতুন: সপ্তাহান্তেও বঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার বাংলা নববর্ষ। ওইদিনের পরিকল্পনাও ভেস্তে দিতে পারে ঝড়বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ও উত্তর-পূর্ব ভারত দিয়ে পাস করছে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে অসম ও সংলগ্ন এলাকায়। উত্তর পূর্ব এবং দক্ষিণ আসাম এলাকায় দু’টি ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশ ও বিহার সংলগ্ন এলাকায় আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রাজস্থান থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত। এটি মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি অক্ষরেখা।
তারই মাঝে শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নয় জেলা হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোম ও মঙ্গলবারেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
এদিকে, উত্তরবঙ্গেও আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন হবে না। ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে। আবার রোদ উঠলেই বাড়বে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৮৯ শতাংশ।