• রুটি-রুজির দাবিতে সংসদ অভিযানে ফ ব
    আনন্দবাজার | ১২ এপ্রিল ২০২৫
  • নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম-বৃদ্ধি নিয়ন্ত্রণ, সবার জন্য কাজ-সহ মোট পাঁচটি দাবিকে সামনে রেখে শুক্রবার সংসদ অভিযান করল ফরওয়ার্ড ব্লক। ওই কর্মসূচি উপলক্ষে দিল্লিতে সভায় ফ ব-র সাধারণ সম্পাদক জি দেবরাজন বলেছেন, “সাধারণ মানুষ যখন দৈনন্দিন বিভিন্ন সমস্যাগুলি নিয়ে সরব হচ্ছেন, তখন নজর ঘুরিয়ে দিতে শাসক দল ধর্মীয় আবেগ উস্কে দিতে চাইছে।” সভাপতিত্ব করেছেন দলের চেয়ারম্যান নরেন চট্টোপাধ্যায়। বক্তৃতা করেছেন সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিএমের পলিটব্যুরো সদস্য নীলোৎপল বসু, আরএসপি-র সম্পাদক আর এস ডাগের, সিপিআই (এম-এল) লিবারেশেনের পলিটব্যুরো সদস্য রবি রাই প্রমুখ। ফ ব-র তরফে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ, বিভাজনের রাজনীতি বন্ধের ডাক দেওয়ার পাশাপাশি কেন্দ্রের কাছে সুভাষচন্দ্র বসু, আইএনএ এবং আজাদ হিন্দ সরকার সংক্রান্ত সব ফাইল প্রকাশ্যে আনার দাবি জানানো হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)