বাংলা ছবিতে ‘হাতোড়া ত্যাগী’! কোন পরিচালকের হাত ধরে অভিষেক অভিষেকের?
প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপারহিট ছবি ‘স্ত্রী’র জনাকে চেনেন না এমন সিনেপ্রেমী বর্তমানে মেলা ভার। আবার ‘পাতাললোক’ ওয়েব সিরিজের ‘হাতোড়া ত্যাগী’র চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো ভয় ধরিয়েছিল দর্শকদের মনে। আবার ‘বেদা’ ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়ে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। কথা হচ্ছে, অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবারও তিনি শিরোনামে। তবে হিন্দি কোনও নতুন ছবি বা সিরিজের জন্য় নয়, এবার বাংলায় ডেবিউ করতে চলেছেন এই বঙ্গসন্তান।
বর্তমানে বলিউডের পরিচিতমুখ অভিষেক। ছবি সিরিজে তাঁর অভিনয় জনপ্রিয়তা পেয়েছে। খড়্গপুরে ছোট থেকে বড় হওয়া। এরপর অভিনয়ের টানেই মুম্বই পাড়ি দিয়েছিলেন। সেখানেই নিজের লক্ষ্যপুরণের চেষ্টা করেন অভিনেতা। বঙ্গসন্তান হলেও এতদিন বাংলা ছবিতে কাজ করা হয়নি অভিষেকের। এবার সেই কাজটি সম্পন্ন করতে চলেছেন অভিনেতা। কিছুদিনের মধ্যেই বাংলা ছবিতে দেখা যাবে অভিষেককে। শোনা যাচ্ছে, পরিচালক সুমন ঘোষের আগামী সিনেমায় কাজ করবেন অভিষেক।
প্রসঙ্গত, শুক্রবার, ১১ এপ্রিল মুক্তি পেল সুমন ঘোষের নতুন ছবি ‘পুরাতন’। ইতিমধ্যেই সেই ছবিকে প্রশংসায় ভরিয়েছেন দর্শক সমালোচকরা। দেশে বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। এই ছবির হাত ধরে আবার ১৪ বছর পর বাংলা ছবিতে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর। এরই মাঝে এল সুমনের আগামী ছবির খবর। শোনা যাচ্ছে, এবারের ছবিতেও সম্পর্কের গল্প বুনবেন পরিচালক। সূত্রের খবর, চলতি বছর দুর্গাপুজোয় এই ছবির কাজে কলকাতায় আসতে পারেন অভিষেক। হিন্দির পর প্রথমবার বাংলা ছবিতে অভিষেকের অভিনয় দেখার অপেক্ষায় থাকবে দর্শক।