• সামশেরগঞ্জে অশান্তির মাঝেই চলল গুলি, আহত এক শিশু-সহ ২
    এই সময় | ১২ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির মাঝেই চলল গুলি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে শনিবার সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়। আহতদের নাম হাসান শেখ (১২) ও গোলাম মহিউদ্দিন শেখ (২১)। যদিও, সরকারিভাবে গুলি চালনার বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি। শুক্রবার ও শনিবারের ঘটনায় এখনও পর্যন্ত সামশেরগঞ্জ থানায় প্রায় ৬৫ জন এবং সুতি থানা এলাকায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনকে সাহায্য করছে বিএসএফ। উত্তেজনাপ্রবণ এলাকায় টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা।

    বিএসএফের (সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার) ডিআইজি ও জনসংযোগ অফিসার নীলোৎপল কুমার পান্ডে জানিয়েছেন, শুক্রবার ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচির মাঝেই জঙ্গিপুরের কিছু এলাকায় অশান্তির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলার অবনতির কারণে জেলা প্রশাসনের তরফে বিএসএফের কাছে সাহায্য চাওয়া হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সাহায্য করেছে বিএসএফ।

    শনিবার সকালে সকালে দু'টি গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ধূলিয়ান মোড়। ঘটনার জেরে ধূলিয়ান মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, দুটি গোষ্ঠীর সংঘর্ষে বোমা ও গুলিও চলছে। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।

    অন্যদিকে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে জলঙ্গিতে মিছিল বের করে বিভিন্ন মুসলিম সংগঠন। ওই মিছিলের শেষের দিকে থাকা কয়েকজন যুবক আচমকা বিডিও অফিস চত্বরে ঢুকে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও ব্লক প্রশাসনের তরফ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

  • Link to this news (এই সময়)