• ‘ফিরলে সম্মানের সঙ্গেই…’, অধিকারের জন্য লড়ছেন পড়ুয়াদের ‘প্রিয় ম্যাম’
    এই সময় | ১২ এপ্রিল ২০২৫
  • এক লহমায় বদলে গিয়েছে জীবনটা। স্কুলের কচিকাঁচাদের নিয়েই কাটত দিনের বেশিরভাগ সময়টা। পড়ানো, বকাঝকা, খুদেদের সঙ্গে খুনসুটি, মজা করা ছিল দৈনন্দিন রুটিনে। ৪ এপ্রিল থেকে সে সব অতীত। বর্তমানে একটাই লক্ষ্য অশোকনগরের শিক্ষিকা স্বর্ণালী চক্রবর্তীর। চাকরিহারাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে অধিকার ছিনিয়ে আনা। চাকরি কি ফিরবে? উত্তর অধরা।

    উত্তর ২৪ পরগনার কলসুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা স্বর্ণালী চক্রবর্তী পড়ুয়াদের ‘প্রিয় ম্যাম’। সুপ্রিম কোর্টের রায়ের পরে স্কুলে যাচ্ছেন না। বিষয়টি ঠিক বুঝে উঠতে পারেনি খুদে পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষক বরুণকান্তি বালা জানান, বিদ্যালয়ে এই মুহূর্তে পরীক্ষা চলছে। তাই ছাত্র-ছাত্রীরা কোন শিক্ষক আসছেন বা আসছেন না তা বুঝতে উঠতে পারেনি। সেই কারণেই পড়ুয়াদের উপর এখনও পর্যন্ত তেমন কোনও প্রভাব পরেনি।

    প্রধান শিক্ষক জানান, স্বর্ণালি-সহ মোট ৫ জনের চাকরি গিয়েছে। যদিও চাকরিহারা শিক্ষকদের স্কুলে না আসার ব্যাপারে কোনও নির্দেশ দেওয়া হয়নি বলেই জানান তিনি। তাঁর বক্তব্য, ‘বাংলার শিক্ষিকা স্বর্ণালি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যতটুকু পরামর্শ দেওয়ার প্রয়োজন তা দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে রয়েছেন মোট ২৭ জন এবং পার্শ্বশিক্ষক রয়েছেন মোট ৫ জন।

    চাকরিহারা হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন স্বর্ণালী চক্রবর্তী। তাঁর কথায়, ‘এতটা অসম্মান নিয়ে স্কুলে ফিরতে চাই না। ফিরলে সম্মানের সঙ্গেই ফিরব।’ চাকরিহারাদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ভলান্টিয়ার সার্ভিস দিতেও রাজি নন শিক্ষিকা।

  • Link to this news (এই সময়)