মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শনিবার ভবানীভবনে সাংবাদিক বৈঠক করে ডিজি-র স্পষ্ট বার্তা, ‘কোনওরকম গুন্ডামি বরদাস্ত হবে না। জনসাধারণকে জানাব, গুজবে কান না দিতে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কড়া পদক্ষেপ করছে। আইন নিজের হাতে নেবেন না।’ দু’দিন মিলিয়ে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবারের পর শনিবার সকাল নতুন করে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে গুলি চালাতে হয়। গোলমালের ঘটনায় এখনও পর্যন্ত দু’জন আহত হয়েছেন বলে খবর।
ডিজিপি বলেন, ‘ওখানে পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ বাহিনী ছিল। দু’জন আহত হয়েছেন। কোনও মৃত্যুর ঘটনা নেই। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যা করার, তা করতে হচ্ছে। কোনওরকম অশান্তি, হিংসা সহ্য করা হবে না। তবে এটা মনে রাখতে হবে, আমরা ট্রিগার হ্যাপি নয়। কিন্তু পরিস্থিতি সামাল দিতে আমাদের কড়া পদক্ষেপ নিতে হচ্ছে।’
রাজীব কুমার জানান, পুলিশ মানুষের কাছে সহযোগিতা আশা করছে। অশান্তির ঘটনা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই গুজব বা মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। সেই কারণেই হিংসার ঘটনা বাড়ছে বলে দাবি পুলিশের।
রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বলেন, ‘সবরকম চেষ্টার পরেও যখন উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তখন চার রাউন্ড গুলি ছুড়তে হয়। আমরা জেনেছি, দু’জন আহত হয়েছেন। তাঁরা বিপদমুক্ত আছেন বলে আমরা জানি।’