• এই আইন আমরা করিনি, তা হলে অশান্তি কেন? প্রশ্ন মমতার
    এই সময় | ১২ এপ্রিল ২০২৫
  • ওয়াকফ আইনের প্রতিবাদে শুক্রবার থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি-সহ একাধিক এলাকায়। গোষ্ঠী সংঘর্ষের কারণে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়। রাজ্য পুলিশের তরফে অশান্তি রুখতে শনিবার সকালে কড়া বার্তা দেওয়া হয়েছে। এ বার সকল ধর্মের মানুষকে সংযত থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান,  রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।’

    উল্লেখ্য,  সংসদের দুই কক্ষেই ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। ওয়াকফ আইনের খারাপ দিকগুলি রাজ্যে কার্যকর করা হবে না বলেও দাবি করেছিলে মুখ্যমন্ত্রী। গণতান্ত্রিকভাবে এই আইনের বিরোধিতা করার অনুরোধ জানিয়েছিলেন। তবে, রাজ্য জুড়ে এই আইনের প্রতিবাদে বিভিন্ন সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর মাঝেই শুক্রবার থেকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াতে শুরু করে। 

    মমতার বক্তব্য, ‘মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি - আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তা হলে দাঙ্গা কিসের?’

    হিংসাত্মক কার্যকলাপের জন্য কড়া পদক্ষেপ করা হবে বলে জানানা মুখ্যমন্ত্রী। কিছু রাজনৈতিক দল অশান্তির ঘটনায় মদত দিচ্ছে বলেও দাবি করেন তিনি। মমতা বলেন, ‘মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনও হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না।’

    শুক্রবারের পর শনিবারেও নতুন করে অশান্তি ছড়ায় সামশেরগঞ্জ, সুতি এলাকায়। পুলিশের সঙ্গে BSF জওয়ানরা অশান্তি রুখতে রাস্তায় নেমেছেন। এখনও পর্যন্ত অশান্তির ঘটনায় ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

  • Link to this news (এই সময়)