পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায় মেয়ে, রাজি নয় বাবা-মা, বিয়ে দিতে শিকলে বেঁধে রাখা হল তরুণীকে!...
আজকাল | ১২ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবেডেস্ক: পড়াশোনা করতে হবে না, বিয়ের পিঁড়িতে বসো। বাবা-মায়ের কড়া নির্দেশ। কিন্তু মেয়ে চায় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে। চাকরি করতে, মা-বাবার জন্য কিছু করতে। কিন্ত নাছোড় বাবা-মা চান মেয়ের বিয়ে দিয়ে দিতে। এ জন্য মেয়ের আরতি সাউ-এর পায়ে শিকল বেঁধে দিলেন তাঁরা। এই ঘটনায় শোরগোল হাওড়ার ঘুসুড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর হাওড়ার ঘুসুড়ির ২৬/১ দয়ারাম নস্কর লেনে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন ওই তরুণী। পড়াশোনা করেন বড়বাজারের সাবিত্রী মহাবিদ্যালয়ে। বর্তমানে তিনি দ্বিতীয় বর্ষের ছাত্রী। সম্প্রতি একটি বেসরকারি সংস্থায় কাজ শুরু করেছেন। সেখান তাঁর ট্রেনিং চলছে। প্রতিদিন যাতায়াতের সমস্যার কারণে তাঁকে নিউ ব্যারাকপুর এলাকাতেই থাকতে হচ্ছিল। রবিবার বাড়ি ফিরতেই বাবা-মায়ের রোষের মুখে পড়েন তিনি। চাকরি ও পড়াশোনার দরকার নেই। পাত্র দেখা হচ্ছে বিয়ের পিঁড়তে বসো। এখানেই শেষ নয়। মেয়ের পায়ে শিকল তালা চাবি দিয়ে দিলেন।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে মালি পাঁচঘরা থানার পুলিশ এসে তরুণীকে উদ্ধার করেছে। স্থানীয়দের অভিযোগ, মানসিক ভারসাম্যহীন মানুষের সঙ্গেও এমন ব্যবহার কেউ করে না। মেয়ে পড়তে চাইছে তাকে কি না পায়ে শিকল বেঁধে রাখা হচ্ছে। বিয়ে দিতে জোর করছে এ কেমন বাবা-মা। কোন সমাজে রয়েছে ওঁরা। পুলিশের পক্ষ থেকে তরুণীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। বাবা-মাকে থানায় নিয়ে গেছে পুলিশ।