আজকাল ওয়েবডেস্ক: শনিবার ভোররাতে একটি বেসরকারি বাসের সঙ্গে অন্য কয়েকটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন বাসের কমপক্ষে ১০-১২ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার চানক এলাকায়। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। আহত বাস যাত্রীদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে কলকাতার একটি নামী বেসরকারি পরিবহন সংস্থার বাস শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাচ্ছিল। গাড়িটি যখন ১২ নম্বর জাতীয় সড়কের উপর চানক এলাকার কাছাকাছি ছিল। সেই সময় বেসরকারি বাসটির সামনে চলতে থাকা একটি লরির চাকা হঠাৎই ফেটে যায়। বাসচালক ওই লরিটির সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য দ্রুত গাড়িরটিকে ডানদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চালক দ্রুতগতিতে থাকা বাসটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও সেটি ডিভাইডারে ধাক্কা মেরে জাতীয় সড়কের অপর লেনে চলে যায়। সেই সময় সেখানে রাস্তার ধারে একটি ট্রাক্টর এবং জেসিবি মেশিন দাঁড়িয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি দু'টিতে ধাক্কা মারার পর বেসরকারি বাসটি রাস্তার পাশে একটি দোকানে ঢুকে যায়। পুলিশ এবং দুর্ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসের দরজার কাছে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে বাসটি ডিভাইডার ভেঙে জেসিবি এবং ট্রাক্টারে ধাক্কা মারায় তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় পুলিশ ওই ব্যক্তি সহ আরও একাধিক বাসযাত্রীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান ওই ব্যক্তি বাসের কন্ডাক্টর ছিলেন।