• মালদায় বিরাট চমক, পবনপুত্রকে দেওয়া হল ১০১ কেজির বিশালাকার লাড্ডু!...
    আজকাল | ১২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ১০১ কেজির বিশাল ওজনের লাড্ডু দিয়ে পূজিত হলেন মহাবীর হনুমান। এখানেই শেষ নয়, ভোগ হিসেবে দেওয়া হয় সোয়া মনি লাড্ডুও। শনিবার মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকায় মহাবীর মন্দিরে ধুমধাম করে পালন করা হয় হনুমান জয়ন্তী। হনুমান চালিশা পাঠ করে পুজোর আয়োজন করা হয়। জানা গিয়েছে, প্রতিবছরই এলাকার মানুষ হনুমান জয়ন্তীতে এই বিশাল আকারের লাড্ডু ভোগ দেন দেবতাকে। এই লাড্ডু তৈরির মধ্যেও রয়েছে বিশেষত্ব।

    এটি তৈরি হয় মূলত বিভিন্ন রকমের ফল, সুজি, বেসন, কাজু, কিশমিশ এং বিশুদ্ধ গাওয়া ঘি দিয়ে। পুজোর আগের দিন যাবতীয় রীতিনীতি মেনে এই লাড্ডু তৈরি করা হয়। প্রতিবছরই ভক্তি ভরে হনুমান জয়ন্তীতে ১০১ কেজির লাড্ডু ভোগ হিসেবে দেওয়া হয়। এই বিরাট আয়োজন এবং পুজো দেখার জন্য জেলার বাইরে থেকেও বহু মানুষ আসেন। চলতি বছর কলস যাত্রার মাধ্যমে পুজোর সূচনা করা হয়। পাশাপাশি, ভোগ হিসেবে থাকে ১০১ কেজির তিনটি বিশালাকার লাড্ডু।

    সোয়া মনির লাড্ডু থাকে ১৫১টিরও বেশি। তাছাড়াও ৫৬ রকমের ভোগ দেওয়া হয়। ছোট লাড্ডুর সংখ্যা অসংখ্য। আয়োজন করা হয় মহাযজ্ঞেরও। পুজো শেষে ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করে থাকেন উদ্যোক্তারা। মন্দিরের পূজারি প্রভুজী মিশ্রা বলেন, ‘মানত নয়, মনের ইচ্ছা পূরণ করতে এই লাড্ডু ভোগ দেওয়া হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে বহু ভক্তরা এখানে আসেন। এই বছরও তার ব্যাতিক্রম হয়নি’। মহাযজ্ঞ, পুজো ও সন্ধ্যায় আরতি হবে বলে জানিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)