• সমাধানের জন্য নেওয়া হচ্ছে আইনি পরামর্শ, আলোচনা থেকে বেরিয়ে জানালেন ব্রাত্য...
    আজকাল | ১২ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: যে কথা বলেছিলেন চাকরিহারারা, সেই কথাই আলোচনা থেকে বেরিযে এসে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি যোগ্য চাকরিহারাদের পাশে আছেন, এ দিন ব্রাত্য বসুও সেই কথাই জানালেন আলোচনা সভার শেষে। তিনি বললেন, আলোচনায় যে বিষয়গুলি উঠে এসেছে, তাতে প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা দফতর বা এসএসসির প্রতিনিধিদের মতের খুব একটা ফারাক হয়নি। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বললেন, 'ওদের দাবির সঙ্গে আমাদের কোনও মৌলিক বিরোধ নেই। কিন্তু আইনি পরামর্শ ছাড়া কিছু করা সম্ভব নয়। এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আগামী দেড় সপ্তাহের মধ্যেই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের চেষ্টা করা হচ্ছে।'যোগ্যদের তালিকা প্রসঙ্গ ব্রাত্য জানিয়েছেন, সিবিআই যে তালিকা দিয়েছে, সেই তালিকাই এক থেকে দেড় সপ্তাহের মধ্যে প্রকাশ করবে এসএসসি।

    সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, চাকরিহারাদের একাংশ চাকরি ফেরতের দাবিতে অনশন শুরু করেছেন। এই বিষয়ে শিক্ষামন্ত্রী সম্পূর্ণ ভিন্ন কথা জানিয়েছেন। তিনি বলেছেন, 'চাকরিপ্রার্থীদের যে প্রতিনিধিদল আজ আলোচনায় এসেছিল, তাঁরা স্পষ্টতই জানিয়েছেন, সাংগঠনিকভাবে কেউ অনশন করছে না। তাঁদের মধ্যে একাংশ অনশন করছে। এই অনশনের কর্মসূচি সাংগঠনিক নয়।' এর পিছনে রাজনৈতিক কোনও অভিসন্ধি থাকতে পারে বলে মনে করছেন ব্রাত্য বসু। 

     তিনি চাকরি হারানো যোগ্য প্রার্থীদের মমতার মতোই এদিনও স্কুলে যাওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, এদিন এসএসসি ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে ১২ জনের একটি প্রতিনিধি দল বৈঠকে বসে। সেই দলে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা ছিলেন। সেই প্রায় তিন ঘণ্টার আলোচনা শেষে বেরিয়ে আসা প্রতিনিধি দলের পক্ষ থেকে এও জানানো হয় যে সুরাহা না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। সেই প্রেক্ষিতে ব্রাত্য বলেন, আমরা তাঁদের এই কথারও পাশে আছি। আমি ব্যক্তিগত ভাবে মনে করি, তাঁদের এই পরিস্থিতি বজায় থাকলে আন্দোলন চালিয়ে যাওয়ার পূর্ণ অধিকার আছে।   
  • Link to this news (আজকাল)