জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমে পড়লে কী না করে মানুষ! 'হয়েছি প্রেমে যে বন্য...' থেকে শুরু করে প্রেমিকার জন্য চাঁদের মাটিতে জমি কেনা- দীর্ঘ প্রেম যযাত্রায় মানুষ এরকম অনেক পাগলামি করে থাকেন। প্রেমে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে কেউ কেউ প্রতিশোধপ্রবণ হয়ে ওঠে। খুন, ধর্ষণ থেকে শুরু করে অ্যাসিড অ্যাটাক- প্রতিশোধের নমুনা ভয়ংকর। কিন্তু এবার এক প্রেমিক যা কান্ড ঘটালেন তাতে প্রেমিকার পাগল হয়ে যাবার জোগাড়। প্রেম বিচ্ছেদের পর প্রেমিকাকে শাস্তি দিতে তাঁর বাড়িতে ৩০০ টি গিফট পাঠান অনলাইন শপিং সংস্থার মাধ্যমে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই প্রত্যেকটি ডেলিভারি 'ক্যাশ অন ডেলিভারি' করে দেন তিনি। 'মধুর প্রতিশোধের' এ যেন এক চূড়ান্ত নিদর্শন।
ঘটনাটি ঘটেছে লেকটাউনে। লেকটাউন থানার পুলিশ ওই ব্যক্তি সুমন সিকদারকে গ্রেফতার করেছে।
ব্যাংক কর্মী এক যুবতীর সঙ্গে অভিযুক্ত সুমন শিকদারের গত নভেম্বরে প্রেমে বিচ্ছেদ ঘটে। তারপর প্রতিশোধবশতই তিনি প্রেমিকার বাড়িতে একের পর এক গিফট পাঠাতে থাকেন। গিফট গুলো প্রত্যেকটাই প্রেমিকাকে নেওয়ার সময় টাকা দিতে হয়েছে। অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি। প্রথম প্রথম কিছু গিফট গ্রহণ করার পরে, চিন্তা, অবাক এবং বিরক্ত হতে শুরু করে ওই যুবতী । ডেলিভারি বয়দেরকে সে জানায়, এরকম কোনও গিফট অর্ডার করেননি তিনি।
মোবাইল-ট্যাবলেট-টেডি বিয়ার ছোট বড় বিভিন্ন ধরনের উপহার সামগ্রী একের পর এক আসতে থাকে তার বাড়িতে। ই-কমার্সকে কমপ্লেন করলে সেখান থেকেই তাঁর অ্যামাজন এবং ফ্লিপকার্ট এর একাউন্ট ব্লক করে দেওয়া হয়। ই কমার্স সংস্থা থেকে তাকে জানানো হয় এভাবে গিফট অর্ডার দিয়ে গিফট না নেওয়ার জন্য তাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। কি করবে এখন বুঝে উঠতে পারেনি। এত গিফট কে পাঠাচ্ছে?
তিনি প্রথমে কিছুতেই সেটা বোঝেননি। তার সহকর্মীরা মশকরা করছে তিনি এটাই ভেবেছিলেন। পরে জানতে পারেন এটি তার প্রাক্তন প্রেমিক সুমনের কাজ। নদীয়ার বাসিন্দা সুমন সিকদারের সঙ্গে বহু বছর ধরেই তার সম্পর্ক ছিল কিন্তু গত বছর সে সম্পর্ক ভেঙে যায়। পুলিশ ওই মহিলার কাছে জানতে পেরেছে যে, সম্পর্কে থাকার সময় ওই যুবতী সুমনের কাছে প্রচুর গিফটের দাবি দাওয়া করতেন কিন্তু সুমন সেসব দিতে পারতেন না। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকত।
এই ভরণপোষণ দিতে অক্ষমতার কারণেই তাদের প্রেমে বিচ্ছেদ ঘটে। আর তারপরেই প্রতিশোধের খেলায় মেতে ওঠে তাঁর প্রাক্তন প্রেমিক। হয়রানি আর বিরক্তর চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় ওই যুবতীকে। সারা ফেব্রুয়ারি মাস জুড়ে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রচুর গিফট আসে। পুলিশ বুধবার সুমনকে সল্টলেকের আদালতে হাজির করেছিল। সেখানে তাকে জামিন দেওয়া হয়।