• ওয়াকফ প্রতিবাদে রেল স্টেশনে কাদের তাণ্ডব? NIA চেয়ে রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর, ‘ষড়যন্ত্র’ দেখছেন কুণাল
    প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ আইনের বিরোধিতায় আন্দোলনে উত্তাল মুর্শিদাবাদ। আন্দোলনের নামে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি থেকে উর্দিধারীদের গাড়িতে আগুন, ট্রেন আটকে দেওয়া থেকে আজিমগঞ্জে রেল অফিসে ভাঙচুরও হয়েছে। এর নেপথ্যে কারা? উত্তর পেতে এনআইএ তদন্ত চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার এই সক্রিয়তা দেখে তৃণমূলের অন্যকম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এর নেপথ্যে বিজেপির কোনও ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখা দরকার।”

    শনিবার এক্স হ্য়ান্ডেলে শুভেন্দু জানান, ‘ওয়াকফ আন্দোলনের নামে মুর্শিদাবাদ উত্তাল হয়েছে। প্রতিবাদের নামে একাধিক রেল স্টেশনে ভাঙচুর হয়েছে। রেল স্টেশনের মতো সরকারি সম্পত্তিতে হামলা হয়েছে। এতে শুধু জরুরি পরিষেবা বিঘ্নিত হচ্ছে তা নয় বরং মানুষের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার জন্যেও এই আচরণ বিপজ্জনক।’ এর প্রেক্ষিতেই এনআইএ তদন্ত চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন শুভেন্দু।
  • Link to this news (প্রতিদিন)