মুর্শিদাবাদে অনুপ্রবেশ, গ্রেপ্তার ৪ বাংলাদেশি-সহ ভারতীয় দালাল, তদন্তে পুলিশ
প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৫
অতুলচন্দ্র নাগ, ডোমকল: বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে অনুপ্রবেশ। তিন বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি মহিলাও আছে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মুর্শিদাবাদের রানিনগরের হারুডাঙা গ্রামের কালীমন্দির এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন বাংলাদেশির নাম জামশেদ আলি, মহম্মদ বাবু, আকমল হোসেন। প্রত্যেকের বয়স ২৬-২৭ বছর। এদের মধ্যে জামশেদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার ধুলাউড়ি গ্রামে। অন্য দু’জনের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের নাজিপুরে। ধৃত বাংলাদেশি মহিলার নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। ধৃত ভারতীয় দালালের নাম সরিফুল ইসলাম শেখ। তিনি রানিনগরের শিবনগরের বাসিন্দা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, চোরাপথে দালালের সাহায্যে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে। পাসপোর্ট, ভিসা বা বৈধ কাগজ কিছুই দেখাতে পারেনি ধৃতরা। পুলিশের দাবি, অনুপ্রবেশকারীরা জানিয়েছে, ভারতীয় দালালের সাহায্যে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। আরও জানা গিয়েছে, শিবনগরের সরিফুল ইসলামের সহায়তায় কাজের খোঁজে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা।
পুলিশের দাবি, সরিফুলইসলাম শেখ বাংলাদেশিদের অনুপ্রবেশের ব্যাপারে সহযোগিতা করাই নয়, রীতিমতো তাদের বাড়িতে আশ্রয় দিয়ে পরে অন্যত্র যেতেও সহায়তা করতেন। সেই সহযোগিতা কি শুধুই কাজের জন্য ভিনরাজ্যে পাঠানো? নাকি অন্য কিছু তাও তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের মামলা দায়ের করেছে পুলিশ। অনুপ্রবেশকারী বাংলাদেশি ও ভারতীয় দালালদকে শনিবার আদালতে তুলে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।