• ওয়াকফ নিয়ে অশান্তি এড়াতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাই কোর্টে শুভেন্দু, বসছে বিশেষ বেঞ্চ
    প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৫
  • গোবিন্দ রায়: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে জেলায় জেলায় অশান্তি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। শুভেন্দুর আবেদনকে গুরুত্ব দিয়ে শনিবার বিকেল সাডে় ৪টে নাগাদ হাই কোর্টে বসছে বিশেষ বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে চলেছে।

    দিন কয়েক ধরেই নয়া ওয়াকফ আইন নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন প্রতিবাদে নেমেছেন। জেলায় জেলায় বিক্ষোভ চলছে। কোথাও ট্রেন, বাস বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে আমজনতা। এসব রুখতে পুলিশ যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। দফায় দফায় রাজ্যের ডিজি, এডিজির (আইনশৃঙ্খলা) মতো শীর্ষ পুলিশ কর্তারা সাংবাদিক বৈঠক করে শান্তি বজায়ের আবেদন জানিয়েছেন। গুজব বা অশান্তি ছড়ানোর চেষ্টা করলে কড়া শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন ডিজি রাজীব কুমার। সোশাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন। সেইসঙ্গে এও নিশ্চিত করেছেন যে কেন্দ্র ওয়াকফ সংশোধনী আইন পাশ করালেও এ রাজ্যে লাগু হবে না। তাই কোনও প্ররোচনায় পা দিয়ে দাঙ্গা না করার আবেদন জানিয়েছেন তিনি।

    কিন্তু এই আবেদনের পরও যে পরিস্থিতি শান্ত হয়েছে, তা নয়। মুর্শিদাবাদের ধুলিয়ান-সহ একাধিক এলাকায় অশান্তি অব্যাহত। চলছে গোলাগুলিও। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে প্রাণহানির খবরও মিলেছে। তবে বড় কোনও অশান্তি এড়াতে সক্রিয় ভূমিকা নিয়েছে পুলিশ। তবে বিরোধীদের দাবি, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে এসবের মোকাবিলা করতে হবে। আর সেই দাবি নিয়েই শনিবার দুপুরে হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। স্পর্শকাতর এলাকায় আধাসেনা বাহিনী নামানোর পাশাপাশি একগুচ্ছ আবেদন রয়েছে তাঁর। সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে, বিরোধী দলনেতার আবেদনের গুরুত্ব বুঝে এদিন বিকেলেই স্পেশাল বেঞ্চ বসছে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে শুভেন্দুর আবেদন নিয়ে শুনানি হতে চলেছে। 
  • Link to this news (প্রতিদিন)